6:41 pm , July 24, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যিনি নৌকা প্রতীক নিয়ে রোদ-বৃস্টি উপেক্ষা করে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। ঘুরছেন নগরীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে। বিরামহীন এই ছুটে চলায় কখনো তার পদচারণা পড়ছে বহুতল ভবনে আবার ফুটপাত বা কোন বস্তি এলাকায়। কখনো দেখা যায় খালি পায়ে সাধারণ মানুষের মত নগরীময়। কখনো বিলাসবহুল গাড়ী ছেড়ে প্যাডেল চালিত রিকশায়। যেন তিনি মিশে যেতে চান নগরীর মানুষের মাঝে।
গতকাল মঙ্গলবারও বিরুপ আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে প্রচারণা চালিয়েছেন নগরপিতার লড়াইতে অংশ নেয়া সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরীর খালেদাবাদ কলোনীসহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে এই মেয়র প্রার্থী ওই কলোনীর মানুষের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন। গনসংযোগের ফাঁকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘বরিশালে খুবই সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজমান। বরিশালে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা আমরা শুনিনি। আমরা আশা করছি বরিশালে সুষ্ঠ নির্বাচন হবে। এসময় সাদিক বিএনপির নির্বাচন সুষ্ঠ না হওয়ার আশঙ্কাসহ প্রচার-প্রচারনায় বাঁধা দেয়ার অভিযোগের বিষয়ে পাত্তা না দিয়ে বলেন, প্রার্থী হিসেবে বলবো তারা (বিএনপি) এই মিথ্যাচারটা করছে, যাতে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় এবং নির্বাচন যাতে সুষ্ঠু না হয়।’ তিনি বলেন, বলতে গেলে অনেক কথা বলা প্রয়োজন, তাদেরও তো অনেক কর্মকান্ড রয়েছে তারপরও আমরা তো বলতে চাইনা। আমরা জনগনের পিছনে দৌড়াচ্ছি, জনগনের দ্বারে দ্বারে যাচ্ছি ভোট চাওয়ার জন্য। কিন্তু তারা (বিএনপি) তা না করে সদর রোডে ফটোসুট করে এসব কথা বলছে। দেখেন তো তারা কোন কলোনি কিংবা বস্তিতে গিয়ে ভোট চাচ্ছে, বা কোন ঘরে গিয়ে ভোট চাচ্ছে। তারা কোথাও ভোট চাচ্ছে না, সদর রোডের মত মেইন জায়গায় দাড়িয়ে মিডিয়া ফোকাস নিচ্ছে এবং এই কথাগুলো বলছে। সাদিক আরো বলেন, ‘সকাল থেকে আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি, বৃষ্টির মধ্যে স্বত.স্ফূর্ত জনগন প্রার্থীকে দেখা বা প্রার্থীর সাথে আলাপ করার জন্য দাড়িয়ে আছেন। আমিও ভোটারদের কাছে যাচ্ছি মনের কথা বলার জন্য। আমরা ওনাদের কথা যেমন শুনছি, তেমনি তাদেরও আমাদের কথা বলছি। নৌকার জন্য ভোট চাচ্ছি। আশা করি ৩০ তারিখের নির্বাচনে জনগন জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করবেন।’ গনসংযোগকালে সাদিক আব্দুল্লার সাথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি রিকসা নিয়ে নগরীর হযরত কালুশাহ সড়ক, কাজী পাড়া সহ গুরুত্বপূর্ন এলাকাগুলোতে গনসংযোগ করেন। বিকেলে বরিশালের বেশ কয়েকটি এলাকায় উঠান বৈঠকে যোগ দেন এবং সেখানে সাধারণ জনগনের প্রতি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে নৌকা প্রতীকের পক্ষে নগরীর সদর রোডসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।