6:40 pm , July 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। বরিশালবাসির প্রতি আমার মনের নিঃস্বার্থ ভালোবাসা ও তাদের স্বপ্ন পুরন এবং তিলোত্তমা নগরী গড়ে তুলতে আমার নেক ইচ্ছা কি তা তিনিই ভালো যানেন। তিনিই আমার স্বপ্ন পুরনের নেক ইচ্ছা পুরন করবেন।
গতকাল মঙ্গলবার বিকালে নগরীর বরিশাল ক্লাব’র অমৃত লাল দে মিলনায়তনে ‘বরিশালস্থ বানারীপাড়া সমিতির’ এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসব কথা বলেছেন। বানারীপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এ্যাড. এসএম ইকবাল’র সভাপতিত্বে ‘আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় সাদিক আবদুল্লাহ উপস্থিত সকলকে উদ্দেশ্য করে আরো বলেন, আমি আপনাদের কাছে ভোট চাই না। চাই দোয়া এবং ভালোবাসা। যাকে দিয়ে বরিশালের উন্নয়ন হবে আপনারা তাকেই ভোট দিন। আপনারা যদি মনে করেন আমি ভোট পাওয়ার যোগ্য তবে আগামী ৩০ জুলাই আমাকে আপদানের মুল্যবান পবিত্র ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি বরিশালবাসির উন্নয়ন চাই। চাই একটি একটি আধুনিক তিলোত্তমা নগরী। সে জন্য আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা দারকার। আপনার পাশে থাকলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্ন্তযামী হয়ে আমার মনের নেক মকসুদ পুরন করবেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তৃতায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র চাচা আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, আমার দাদা এবং বাবার পরে বরিশালবাসির সেবা করেছেন আমার বড় ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ-এমপি। এখন আমার ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশালবাসির সেবা করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি সে পারবে। কারন সেই সাহস ও যোগ্যতা ওর মধ্যে রয়েছে।
তিনি বলেন, বরিশাল সিটি’র সাবেক মেয়র ছিলেন শওকত হোসেন হিরন। আওয়ামী লীগের মেয়র হিসেবে সে বরিশালের অনেক উন্নয়ন করেছে। কিন্তু তার পরে গত পাঁচ বছরে বরিশালে কি উন্নয়ন হয়েছে তা সবাই যানে। রাস্তা ভাঙা। নোংরা পরিবেশের কারনে মানুষ হাটতে পারছে না। আমি মনে করি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্বাচিত হলে বরিশালের উন্নয়ন হবে। আপনারা সাদিক আবদুল্লাহকে নির্বাচিত করুন, আপনাদের দায়িত্ব ও নিবে।
অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বড় বোন কান্তা আবদুল্লাহ বলেন, মানুষকে সেবা করার মন মানষিকতা আমাদের আছে। সাদিককে সেই সুযোগ যদি বরিশালবাসি দেয় তবে তার প্রতিদান বরিশালবাসী অবশ্যই পাবে। আপনারা মন থেকে আমার ছোট ভাইকে দোয়া করবেন। পাশাপাশি আগামী ৩০ জুলাই সাহস করে সবাই ভোট দিতে কেন্দ্রে যাবেন। বিশেষ করে আমার মা-বোনেরা আপনারা অবশ্যই কেন্দ্রে যাবেন ভোট দিবেন। আপনাদের বাঁধা দেয়ার কোন কারন নেই।
বানারীপাড়া আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন ছানা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র এ্যাড. শুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালে মঞ্জু মোল্লা, শাহে আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খিজির সরদার, শের-ই-বাংলা একে ফজলুল হক এর নাতী ফাইয়াজুল হক রাজু প্রমুখ। এছাড়াও বানারীপাড়া উপজেলা এবং পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বরিশালস্থ বানারীপাড়ার বাসিন্দা শত শত নারী-পুরুষ মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তারা ঐক্যবদ্ধভাবে আগামী ৩০ জুলাই ভোট দিয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নির্বাচিত করার অঙ্গিকার ব্যক্ত করেন।