সাপানিয়ায় সেপটিক ট্যাংকিতে আটকা পড়ে দুই শ্রমিকের মৃত্যু সাপানিয়ায় সেপটিক ট্যাংকিতে আটকা পড়ে দুই শ্রমিকের মৃত্যু - ajkerparibartan.com
সাপানিয়ায় সেপটিক ট্যাংকিতে আটকা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

6:38 pm , July 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে আটকা পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় ঘটনাটি ঘটে। মো. নাছির উদ্দিন (৩৫) নামের আহত ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দ পট্টি এলাকার বাসিন্দা হারুন অর রশীদ (৪৫) ও সায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের মো. রাকিব হাওলাদার (২৫)। এদের মধ্যে রাকিব ওই এলাকার নয়ন হাওলাদারের ছেলে।

কাউনিয়ার থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম কবীর জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই শ্রমিক সাপানিয়া কাজিবাড়ির সুলতান ফরাজীর নির্মানাধিন বাড়ীর সেপটিক ট্যাংকি পরিস্কার করতে যায়।

তারা অসাবধানতাবশত ট্যাংকির ভেতরে নেমে আটকে পড়ে। এসময় ট্যাংকিতে সৃষ্ট গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার আগে ওই দুই শ্রমিকের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটি যায় প্রতিবেশী নাছির উদ্দিন। ওই দুই জনকে উদ্ধার করতে গিয়ে তিনিও আহত হয়েছে।

সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, সেপটিক ট্যাংকি গত দুই মাস পূর্বে নির্মান করা হয়। গতকাল দুই শ্রমিক ওই সেপটিক ট্যাংকির ভেতরে অবস্থান নেয়। এর ফলে সেপটিক ট্যাংকিতে সৃষ্ট গ্যাসের কারনে তাদের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়। তাদের দু’জনের শরীরই সাদাশে হয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT