বাউফলের ১০৮ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত বাউফলের ১০৮ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত - ajkerparibartan.com
বাউফলের ১০৮ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

6:23 pm , April 24, 2018

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে ১০৮ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। উপজেলার ২৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টিতে নেই পর্যাপ্ত শিক্ষক। এর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। অবসর গ্রহন,অন্যত্র বদলি ও মৃত্যুজনিত কারনে সৃষ্ট পদগুলো শূন্য হলেও হয়নি নিয়োগ। বর্তমানে ৬০টি স্কুলে সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে স্কুলগুলোতে লেখাপাড়া চরমভাবে বিঘিœত হচ্ছে। সহকারি শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চালানো এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অধিকাংশ সময় অফিশিয়াল কাজে উপজেলা সদরে অবস্থিত শিক্ষা অফিসে আসতে হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া উপজেলার কয়েকটি চর নিয়ে গঠিত চন্দ্রদীপ ইউনিয়নের সরকারি বিদ্যালয়গুলোতে মাত্র দুই থেকে তিন জন শিক্ষক দিয়ে কোন রকম চলছে পাঠদান। আবার মাঝে.মাঝে শিক্ষকের অভাবে দপ্তরী দিয়ে চালানো হয় পাঠদান,ফলে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের কাংখিত শিক্ষা থেকে। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফিরোজ জানান, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের সংকটের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান ও পরিবেশ নিন্মমূখী হচ্ছে। উপজেলার নাজিরপুর ইউপির ছয়হিস্যা তাতেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার দেবনাথ বলেন, তিনি ২০১৫ সাল থেকে একই বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক জানান,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃতীয় শ্রেনী থেকে দ্বিতীয় শ্রেনীতে উন্নিত করায় শূন্য পদের চেয়ে চাহিদা বেশী। শূন্যপদ পূরনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT