একাকী দুর্গতদের পাশে সাদিক আব্দুল্লাহ একাকী দুর্গতদের পাশে সাদিক আব্দুল্লাহ - ajkerparibartan.com
একাকী দুর্গতদের পাশে সাদিক আব্দুল্লাহ

6:20 pm , July 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ কোন নেতা-কর্মী বা সমর্থক নয়, একাকী চুপিসারে নগরীর দুর্গত এলাকার মানুষের খোঁজ খবর নিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল সোমবার প্রচারনার ১৪ তম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি নেতা কর্মী এমনকি গণমাধ্যমকে এড়িয়ে রিক্সায় চেপে ওইসব মানুষের কাছে ছুটে যান। খুব কাছে থেকে তাদের দুঃখ, দুর্দশা আর ভবিষ্যৎ স্বপ্নের কথা শুনেছেন। এমনকি তাদের আশ্বস্থও করেছেন তিনি। আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হলে দুর্ভোগ লাঘব করে শহুরে পরিবেশে ফিরিয়ে আনবেন বলে অঙ্গিকার করেছেন। সিটি নির্বাচনে প্রচার প্রচারনার শেষ মুহুর্তে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তৃনমুলের সুবিধা বঞ্ছিত মানুষের পাশে ছুটে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনার এই উদাহরন সাধারণ ভোটারদের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র দল নয়, বরং একজন উন্নত চিন্তা ধারার নেতা হিসেবে সাদিক আবদুল্লাহ’র বিজয় ধ্বনী বেঁজে উঠেছে তাদের অন্তরে।

জানাগেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে নির্বাচনী গণসংযোগে বের হতে প্রস্তুত ছিলেন অসংখ্য নেতা-কর্মী। এমনকি রুটিন ওয়ার্ডের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের ব্যক্তিবর্গও ছিলেন তার অপেক্ষায়। নির্বাচনের পরিবেশ এবং তার দু’একটি বক্তব্য নেয়ার জন্য। কিন্তু সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রচারে নেমে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে একাকী চুপিশারে বেরিয়ে পড়েন। কাউকে কিছু না জানিয়ে চলে যান বস্তি এলাকার সুবিধাবঞ্চিত এবং পানিবন্ধি মানুষের কাছে। বিসিসি’র মেয়র পদে অন্যান্য প্রার্থীরা যখন শহরমুখি প্রচারনায় ব্যস্ত ঠিক সেই মুহুর্তে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কাছে পেয়ে কিছুটা হলেও স্বস্থির নিশ্বাস ফেলেন সুবিধা বঞ্ছিত মানুষগুলো। সাদিক আবদুল্লাহ’র এই উদারতা সুবিধাবঞ্চিত মানুষগুলোর মধ্যে ভিন্ন প্রতিক্রিয়াও সৃষ্টি করে। আসন্ন সিটি নির্বাচনে তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার বিষয়েও অঙ্গিকারবদ্ধ হন সুবিধাবঞ্চিত মানুষগুলো।

এদিকে নিয়মিত প্রচার কর্মসূচির অংশ হিসেবে বিকালে পূনরায় নির্বাচনী গণসংযোগে নেমে পড়েন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রথমে তিনি নগরীর কাশিপুর এলাকায় মহানগর যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন’র বাবার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নেন। এর পর কাশিপুর বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। যা শেষ হয় গড়িয়ারপাড় এলাকায়। সেখান থেকে সন্ধ্যার পূর্ব মুহুর্তে কাশিপুর এলাকাধিন কালাডেমায় নির্বাচনী উঠান বৈঠক করেন নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ওই বৈঠকে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, কোন আশংকা নয়। আপনারা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ৩০ জুলাই কেন্দ্রে যাবেন। আমরা শান্তিপূর্ন ভাবে ভোট উৎসব করতে চাই। বরিশালের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এর পূর্বে গণসংযোগ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উল্লেখিত নেতৃবৃন্দর পাশাপাশি আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম, সাদিক আবদুল্লাহ’র দুই ভাই সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT