6:19 pm , July 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, নির্বাচন নিয়ে এখনো আমার শঙ্কা রয়েছে, কারন সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে যে প্রশাসনিক আইন-কানুন বা নিয়ম রয়েছে তার তৎপরতা এখনো দেখছি না। সরকারি দল যেভাবে বাহির থেকে লোক আনছে তাতে নির্বাচন বিঘিœত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর ওয়াপদা কলোনি এলাকায় গনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সরোয়ার বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বাহির থেকে আসা লোকজন নির্বাচনী আইন মানছে না, বড় বড় মিছিল করছে। সন্ধ্যা ৮ টার পরে প্রচারণা বন্ধ করার কথা থাকলেও সরকারি দল তা মানছে না। কাজেই এটা লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না। তিনি বলেন, ‘নির্বাচনের মাঠ জমে উঠেছে, মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনের ইচ্ছাও রয়েছে। কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন বিষয় জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। যারমধ্যে গ্রেফতার আতঙ্ক রয়েছে, রয়েছে ক্ষমতাসীনদের নির্বাচনী আচরন বিধি না মানার প্রবনতা। ’ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের বিষয়টি উল্লেখ করে সরোয়ার বলেন, সরকারি দল দেশের আইন মানছে না, তারা আদালত কম্পাউন্ডের মধ্যে গিয়ে হামলা করেছে বলে শুনেছি। বরিশালেও পুলিশের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। যা দেশের জন্য ভালো লক্ষণ নয়। আদালতও যদি মানুষের জন্য নিরাপদ স্থান না হয় তাহলে তো বলা যায় দেশে কোনো নিরাপদ স্থানই নেই। মজিবর রহমান সরোয়ার ওয়াপদা কলোনী বাদেও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সামনে এবং চরের বাড়ি এলাকায় গনসংযোগ করেন। গনসংযোগকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ হাসান, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ দলীয় নেতা-কর্মীরা। এসময় প্রার্থীসহ নেতা-কর্মীরা ধানের শীষ মার্কায় ভোট চান।