6:32 pm , July 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামীলীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমাদের প্রচার-প্রচারণা ভালো চলছে, ইনশ্আল্লাহ ৩০ তারিখে নৌকার বিজয় সুনিশ্চিত। গতকাল রোববার নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে নেতা কর্মিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এসময় সাদিক আরো বলেন, নির্বাচনী মাঠে যে যার মতো প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আমাদের নেতা-কর্মীরা কাউকে কোন ধরনের বাধাগ্রস্থ করেছে এই ধরনের অভিযোগ থাকলে লিখিতভাবে তারা দিতে পারে। নির্বাচন কমিশন রয়েছে এটা দেখার জন্য তারা ব্যবস্থা নিবেন। পাশাপাশি আমরাও বিষয়টি গুরুত্বের সহিত দেখবো। পরে তিনি সদর রোডে নৌকার পক্ষে ভোট চেয়ে গনসংযোগ করেন। গনসংযোগকালে তার সাথে মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীর-বীক্রম, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুর দুলাল, গাজীপুরের নব নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ দলী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুরের নব নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনে উৎসাহ দেয়ার জন্য সারাদেশ থেকে মানুষ আসছে। এসময় তিনি একটি আধুনিক শহরের জন্য বরিশালবাসী যাতে নৌকার প্রার্থীকে ভোট দেয় আহবান জানান।