সাদিকের পাশে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম সাদিকের পাশে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম - ajkerparibartan.com
সাদিকের পাশে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম

6:31 pm , July 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বিজয়ী করতে নগরীতে দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। গতকাল রোববার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সদর রোড সহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এর পূর্বে নগরীর সদর রোডে শহীদ সোহেল চত্ত্বর সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নশীল দেশ গড়তে নৌকার বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। আর এই দায়িত্ব আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীদের। শুধু নিজেদের ভোট নিয়ে ভাবলেই হবে না, বরং নেতা-কর্মীদের নিজ নিজ পরিবারের ভোটও নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমি গাজীপুর নির্বাচনের সময় বিএনপিকে চ্যালেঞ্জ করেছিলাম দুই লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার। আমি আমার সেই চ্যালেঞ্জ রক্ষা করতে পেরেছি। গাজীপুরবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে সেই চ্যালেঞ্জের লক্ষ্যে পৌছে দিয়েছে।

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দেশের টাকা লুট করে বিদেশে পাঁচার করেছে। তারা দেশকে অচল করার পরিকল্পনা করেছিলো। কিন্তু বর্তমান সরকার আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পরিকল্পনা নস্যাত করে দেশকে সমৃদ্ধশালী করেছেন। প্রধানমন্ত্রী মানুষের প্রতি আস্থা রেখেছেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের বাকি আর অল্প কয়েকদিন। এখন আর সময় নষ্ট না করে আপনারা মানুষের বাড়ি বাড়ি যান। তাদের কাছে আল্লাহ’র ওয়াস্তে একটি ভোট প্রার্থনা করেন। আপনারা যদি মানুষকে সরকারের উন্নয়নের কথা জানাতে পারেন তবেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে। আমার বিশ্বাস বরিশালের মানুষ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিবেন। তাছাড়া গাজীপুরে বরিশালবাসির জন্য উম্মুক্ত কর্মসংস্থানের কথা উল্লেখ করে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বরিশালের মানুষ গাজীপুরে গেলে তাদের কোন শর্ত ছাড়াই চাকুরীর ব্যবস্থা করে দেয়া হবে। শুধু মাত্র আওয়ামী লীগের লোক এবং আবুল হাসনাত আবদুল্লাহ ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম বললেই চাকুরী হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে পথসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন মেয়র জাহাঙ্গীর আলম। নগরীর কাকলি সিনেমা হল থেকে শুরু করে নাজিরের পুল পর্যন্ত নৌকা মার্কার লিফলেট বিতরন করে আওয়ামী লীগে ভোট চান তিনি।

এর পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বিএনপি প্রার্থী যে অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই। আমাদের নেতা কর্মী সমর্থকদের বলে দিয়েছি আচরণ বিধি মেনে চলার জন্য। বিএনপি অভিযোগ প্রমাণ করতে পারলে নির্বাচন কমিশন আছেন তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT