6:30 pm , July 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ‘স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার অঙ্গীকার ব্যক্ত করলেন পাঁচ মেয়র প্রার্থী। গতকাল রোববার নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’র (টিআইবি) প্রার্থী পরিচিতি ও স্বচ্ছ-জবাবদিহিমূলক সিটি কর্পোরেশন গঠনে অঙ্গীকার বিষয়ক মতবিনিময় সভায় প্রার্থীরা ওই অঙ্গীকার ব্যক্ত করেন। তবে সচেতন নাগরিক কমিটি’র (সনাক) সহযোগিতায় অনুষ্ঠিত ওই সভায় যোগ দেননি প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র মেয়র প্রার্থীদ্বয়। ‘সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শ্লোগান নিয়ে মতবিনিময় সভায় মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন’র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, বাসদ’র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির এ্যাড. আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী বশির আহমেদ ঝুনু উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র প্রার্থীগণ নির্বাচনে বিজয়ী হলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সিটি কর্পোরেশনকে কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা উন্নয়নমূলক কাজের তথ্য উন্মুক্তকরণ, টেন্ডরবাজি, চাঁদবাজি বন্ধ করার এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়ন, জনসাধারণকে সাথে নিয়ে পরিষদের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার এবং নারী ও শিশু বান্ধব সিটি কর্পোরেশন গড়া তাছাড়াও নির্বাচনে পরাজিত হলেও রায় মেনে নিবেন এবং নির্বাচিত প্রতিনিধিকে সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন তারা।
সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাইফুর রহমান। বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য শুভংকর চক্রবর্তী। অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশন-এর মেয়র প্রার্থীগণ ছাড়াও কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীগণ এবং সিভিল সেসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।