প্রতিদ্বন্দ্বির মামলায় কাউন্সিলর প্রার্থী শহীদুল্লাহসহ ১০ জনের জামিন মঞ্জুর প্রতিদ্বন্দ্বির মামলায় কাউন্সিলর প্রার্থী শহীদুল্লাহসহ ১০ জনের জামিন মঞ্জুর - ajkerparibartan.com
প্রতিদ্বন্দ্বির মামলায় কাউন্সিলর প্রার্থী শহীদুল্লাহসহ ১০ জনের জামিন মঞ্জুর

6:28 pm , July 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের করা মামলায় কাউন্সিলর কেএম শহীদুল্লাহ সহ ১০ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ আবেদন মঞ্জুর করে তাদের অর্ন্তবর্তীকালীন জামিন দেন। জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলো সবুজ দুরাণী, আজাদ তালুকদার, মো. সাদ, আবিদ, মামুন, শাহাদাত, খ্রিস্টান কলোনীর জন মিস্ত্রী, তার ছেলে ডন ও চার্লস দিলীপ গাইন। জানাগেছে, নগরীর ৪ টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে  ইভিএম-এ ভোট গ্রহনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। শুক্রবার ১২ নং ওয়ার্ডের নুরিয়া কিন্ডার গার্টেন ও কিশোর মজলিস কেন্দ্র ইভিএম-এ ভোট গ্রহনের প্রশিক্ষন চলে। এ সময় ১২ নং কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন ভুলু ওই কেন্দ্র প্রবেশ করে প্রশিক্ষন বন্ধের চাপ দেয়। এক পর্যায়ে অস্ত্র উচিয়ে হুমকি ও গালিগালাজ করে নির্বাচন কর্মকর্তাদের। পরে এ ঘটনা আড়াল করতে ইভিএম প্রশিক্ষণের নামে জালিয়াতি ও তাদের উপর হামলা করে মহিলা কর্মী ও মুক্তিযোদ্ধাদের মারধরের অভিযোগ এনে শুক্রবার রাতে ১২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন কে দিয়ে কেএম শহিদুল্লাহসহ ১০ জনকে আসামি করে মামলা করে। এ ঘটনায় গতকাল রোববার আদালতে হাজির হয়ে জামিন গ্রহন করেন  কেএম শহিদুল্লাহসহ অন্যান্যরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT