6:28 pm , July 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের করা মামলায় কাউন্সিলর কেএম শহীদুল্লাহ সহ ১০ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ আবেদন মঞ্জুর করে তাদের অর্ন্তবর্তীকালীন জামিন দেন। জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলো সবুজ দুরাণী, আজাদ তালুকদার, মো. সাদ, আবিদ, মামুন, শাহাদাত, খ্রিস্টান কলোনীর জন মিস্ত্রী, তার ছেলে ডন ও চার্লস দিলীপ গাইন। জানাগেছে, নগরীর ৪ টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। শুক্রবার ১২ নং ওয়ার্ডের নুরিয়া কিন্ডার গার্টেন ও কিশোর মজলিস কেন্দ্র ইভিএম-এ ভোট গ্রহনের প্রশিক্ষন চলে। এ সময় ১২ নং কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন ভুলু ওই কেন্দ্র প্রবেশ করে প্রশিক্ষন বন্ধের চাপ দেয়। এক পর্যায়ে অস্ত্র উচিয়ে হুমকি ও গালিগালাজ করে নির্বাচন কর্মকর্তাদের। পরে এ ঘটনা আড়াল করতে ইভিএম প্রশিক্ষণের নামে জালিয়াতি ও তাদের উপর হামলা করে মহিলা কর্মী ও মুক্তিযোদ্ধাদের মারধরের অভিযোগ এনে শুক্রবার রাতে ১২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন কে দিয়ে কেএম শহিদুল্লাহসহ ১০ জনকে আসামি করে মামলা করে। এ ঘটনায় গতকাল রোববার আদালতে হাজির হয়ে জামিন গ্রহন করেন কেএম শহিদুল্লাহসহ অন্যান্যরা।