১০নং কাউন্সিলর প্রার্থী জয়নালের সমর্থক ইয়াবাসহ আটক ১০নং কাউন্সিলর প্রার্থী জয়নালের সমর্থক ইয়াবাসহ আটক - ajkerparibartan.com
১০নং কাউন্সিলর প্রার্থী জয়নালের সমর্থক ইয়াবাসহ আটক

6:52 pm , July 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদীন সমর্থক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ওই ওয়ার্ডের নামার চর নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী জাকির হোসেন কাউন্সিলর প্রার্থী জয়নাল’র সহযোগী বলে জানাগেছে।

এদিকে মাদক সহ জাকিরকে আটকের জের ধরে কেডিসি এলাকার নাসির নামে এক ব্যক্তিকে মারধর করেছে জয়নালের সহযোগিরা। জাকিরের কাছ থেকে উদ্ধারকৃত মাদক তার নিজের বলে স্বীকার না করায় মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে নাসিরকে। এ নিয়ে ওয়ার্ডের সাধারণ মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরিশাল র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ১০নং ওয়ার্ডের কীর্তনখোলা নদীর বেরীবাঁধ সংলগ্ন মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর পিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল। এসময় সেখানকার মাদক ব্য্যবসায়ী জাকির হোসেন এর চায়ের দোকান ঘেরাও করে ৪৯ পিস ইয়াবা সহ নামার চরের নেছার উদ্দিন হাওলাদারের ছেলে জাকিরকে আটক করে তারা। এই ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT