6:53 pm , July 19, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বশির আহমেদ ঝুনু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলেকান্দা এলাকার শহীদ আলতাফ স্কুল সড়কে তার নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে তিনি ৩১ দফা ইশতেহার ঘোষণা করেন। তার লিখিত ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য হলো- দুর্নীতি ও মাদকমুক্ত মহানগরী গড়ে তোলা, সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড এর পুরাতন ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও পরিকল্পিতভাবে বর্ধিত নতুন এলাকায় ড্রেন নির্মাণ, খালের সাথে ড্রেনেজ ব্যবস্থার সংযোগের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা, নগরীর সকল ভরাট খাল পুনঃখননের ব্যবস্থা করা, অবৈধ দখলদারদের কবল থেকে খাল পুনরুদ্ধার করা, হকারদের জন্য পৃথক চারটি হকার্স মার্কেট তৈরি করে দুই পথ থেকে হকারদের উঠিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা, নগরীতে প্রকৃত রিকশা ও অটোরিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স ও টোকেন প্রদানের ব্যবস্থা করা, নগরীর সকল হাট-বাজারে পাকা শেড নির্মাণ করা এবং ভেজাল ও ফরমালিনমুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা, মহিলা ও শিশুদের জন্য আন্তর্জাতিক মানের পার্ক নির্মাণ ও রাইড নির্মাণ করা।