ভ্যাপসা গরমে ভোটকর্মী আর প্রার্থীদের বেহাল দশা ভ্যাপসা গরমে ভোটকর্মী আর প্রার্থীদের বেহাল দশা - ajkerparibartan.com
ভ্যাপসা গরমে ভোটকর্মী আর প্রার্থীদের বেহাল দশা

6:53 pm , July 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মাত্র দশ দিন বাকি থাকলেও প্রচারনায় হাতে আছে আজ সহ ৯দিন। আর এ সময়টির প্রতিটি মুহুর্তকেই কাজে লাগাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে বর্ষনবিহীন শ্রাবনের খরতাপে ভোটকর্মী আর প্রার্থীদের বেহাল দশা। আর এরই মধ্যে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, পাল্টা অভিযোগও জোরদার হচ্ছে। তবে নির্বাচন কমিশন থেকে এসব বিষয়ে তেমন কোন জোড়ালো পদক্ষেপ এখনো গ্রহন করা না হলেও নির্বাহী ম্যাজেষ্ট্রেটদের ভ্রাম্যমান আদালত প্রচারনা সহ নির্বাচনী আচরন বিধি ভঙ্গের বিষয়টি মনিটরিং করছেন। ইতোমধ্যে কয়েকজন প্রার্থীকে বিধি ভঙ্গের কারনে সতর্ক করা হয়েছে। অপর একজন প্রার্থীর কর্মীদের জরিমানাও করা হয়েছে। মহানগর পুলিশের তরফ থেকে ভোট কেন্দ্রসহ ভোটের আগে ও পরে নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানা গেছে। ভোটের আগে ও পরের কয়েকটি দিন ১৫ জন বিচারিক ম্যাজিষ্ট্রেট ও ৩০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বিক আইন-শৃংখলা ব্যবস্থার তদারকিতে থাকবেন বলে জানা গেছে।

তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচানায়ও গতি আসছে। দিনরাত গনসংযোগের সাথে দুপর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকযোগেও প্রচারনা অব্যাহত রয়েছে। তবে গতকাল এক মেয়র প্রার্থীর পক্ষের কর্মীরা হাত মাইক নিয়ে দুপুর ২টার আগেই নগরীর বিভিন্ন এলাকায় গনসংযোগ সহ প্রচারনা চালান।

মহাজোট প্রার্থী সাদিক আবদুল্লাহ গতকাল দিনের প্রথমভাগে একান্ত নিজস্ব নেকৃবন্দকে নিয়ে ঘরোয়া বৈঠকে কর্ম-কৌশল ঠিক করেন। বিকেলে তিনি নগরীর ২১, ৯ ও ১৩নম্বর ওয়ার্ডে ব্যাপক গনসংযোগে বের হন। এসব ওয়ার্ডের পাড়া-মহল্লায় সাদিক সর্বস্তরের মানুষ সহ ভোটারদের কাছেও দোয়া চান। মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সম্পাদক একেএম জাহাঙ্গীর সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসব প্রচারনায় তার সাথে ছিলেন।

অপরদিকে ২০ দলীয় জোট প্রার্থী মজিবর রহমান সরোয়ার গতকালও নগরীর একাধীক ওয়ার্ডে গনসংযোগ করেছেন। গত দুদিন সরোয়ারের পক্ষে মাইকযোগে প্রচারনায়ও কিছুটা গতি এসেছে। নগরীতে তার আরো কিছু পোষ্টারও লাগান হচ্ছে। কর্মী বাহিনীও নগরী যুড়ে প্রচার কাজ করছেন। কেন্দ্রীয় নেতবৃন্দও বরিশালের পাড়া-মহল্লায় ঘুরছেন। এখনো বড় ধরনের কোন অঘটনের খবর পাওয়া যায়নি। গতকালও দু বেলাই সরোয়ার ছুটেছেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। বিকেলে তিনি ৩টি ওয়ার্ডে ওঠান বৈঠকও করেছেন।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপসও গতকাল নগরীতে প্রচারনায় ছিলেন।

এদিকে একটি শান্তিপূর্ণ সিটি নির্বাচনের দাবী জানিয়ে বরিশাল মহানগরীতে র‌্যালি সহ একাধীক কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোঃ হানিফ, অধ্যাপিকা শাহ সাজেদা, সাবেক প্রিন্সিপাল স.ম.ইমানুল হাকিম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর প্রোগ্রাম ডিরেক্টর আমিনুল এহসান ও বরিশাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কো-অডিনেটর দিপু হাফিজুর রহমান। টাউন হল চত্বরে সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী জানিয়ে গণস্বাক্ষর করেন নগরীর সর্বস্তরের নাগরিকগণও। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন পর্ব শেষে নগরীতে একটি র‌্যালিও বের করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT