6:54 pm , July 19, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ প্রথম শ্রেণির ক্রিকেটার, বরিশাল বিভাগীয় দলের সাবেক অধিনায়ক, আম্পায়ার এসোসিয়েশনের সদস্য, সদালাপী কামাল আহাম্মেদ ফারুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ছোট ২ ভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। কামাল আহাম্মেদ ফারুকের ছোট ভাই মিন্টু জানান, গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গতমাসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে বেশ কিছুদিন চিকিৎসা নেন। আগামি ২৫ তারিখ তার ভারতে চিকিৎসা নিতে যাওয়ার কথা ছিলো।
তার বড় ছেলে তাহসিন আহাম্মেদ সিয়াদ নৌবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কর্মরত ও ছোট ছেলে ফাইয়াজ আহম্মেদ বরিশাল বিশ^বিদ্যালয়ে লোক প্রশাসন বিষয়ে অধ্যয়নরত। আজ বাদ জুমআ আঞ্জুমান-ই-হেমায়েত ইসলাম ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হবে। এদিকে কামাল আহাম্মেদ ফারুকের মৃত্যুর খবর শুনে তার অক্সফোর্ড মিশন রোডস্থ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসতে শুরু করে। ফারুকের মৃত্যুতে তার শুভানুধ্যায়ী অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এদিকে কামাল আহাম্মেদ ফারুকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ¦ আলতাফ মাহমুদ সিকদার, ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খসরু, সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি মঞ্জুরুল আহসান ফেরদৌস, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মীর জাহিদুল কবির জাহিদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ছগীর, জাপা মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস, ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলমগীর খান আলো প্রমুখ।