5:55 pm , July 18, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বিসিসি নির্বাচনে কোন অনিয়ম পরিলক্ষিত হলে জনগণই প্রতিহত করবে বলে সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারন করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল বুধবার নগরীর কাউনিয়ায় হযরত বেলাল (রাঃ) মসজিদ ও সন্ধ্যায় পলাশপুর বৌ-বাজারে অনুষ্ঠিত হাতপাখার পথসভায় হুশিয়ারী উচ্চারন করে বলেন, প্রত্যেক নির্বাচনে সরকারের অনেক টাকা বাজেট হয়, কিন্তু সে টাকা দিয়ে সরকার দলীয় প্রার্থীদের প্রোটেকশন দেয়া হয়, যা খুলনা, গাজীপুরের নির্বাচনে হয়েছে। জনগণের সরকার জনগণের জন্য কল্যাণ না করে কল্যাণ করে দলীয় নেতাকর্মীদের জন্য। চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন’র মেয়র প্রার্থী বিজয়ী হলে জনগণের টাকা কোন নেতাকর্মীর পকেটে যাবে না, জনকল্যানের জন্যই ব্যয় হবে, ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল আলহাজ্ব সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল মহানগর সেক্রেটারী- মাওলানা জাকারিয়া হামিদী, জেলা জয়েন্ট সেক্রেটারী- উপাধ্যক্ষ মাও: মুহাম্মাদ জামিলুর রহমান, ইশা. ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, যুব আন্দোলন জেলা সহ-সভাপতি এইচ এম সানাউল্লাহ, ইশা. ছাত্র আন্দোলন মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ, জেলা সভাপতি- মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, প্রার্থীর বড় সাহেবজাদা- মাও: আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ। এছাড়াও সংগঠনের নায়েবে আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এর উপস্থিতিতে নগরীর ১৪নং ওয়ার্ডের খালেদাবাদ কলোনী ও কালীজিরা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এ সভায় হাতপাখা মার্কার মেয়র প্রার্থী আলহাজ্ব ওবাইদুর রহমান মাহবুব ও রাজনীতিবীদ আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজীসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।