5:56 pm , July 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ৩০ই জুলাই ধানের শীষের কর্মীরা প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো অবস্থান নেবেন। কেউ ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না, যত বাধা আসুক। কেউ যদি কেন্দ্রে ভোট কারচুপি করতে আসে তা প্রতিহত করার আহবান জানান তিনি।
বিএনপি’র অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের দলের জন্য সবকিছু জায়েজ। আর আমরা মিছিল মিটিং করতে চাইলে নাজায়েজ হয়ে যায়।
পথ সভায় মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচনে আমাদের বিজয় হলে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিজয় হবে। তিনি বলেন স্বৈরাচারী আচরন করে বেশিদিন কেউ ক্ষমতা আগলে রাখতে পারবে না। পথ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ এ্যাড. বিলকিস জাহান শিরিন, ২০ দলীয় জোট নেতা ও লেবার পার্টি কেন্দ্রীয় চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, আবুল হোসেন খান, আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুর রহমান নান্নু প্রমুখ। পরে তারা নগরীর এ করিম আইডিয়াল কলেজ সহ কয়েকটি স্থানে পথ সভা ও উঠান বৈঠক করেন।