যতদিন বাঁচবো ততদিন জনগনের জন্য নিজেকে উৎসর্গ করে দেব- সাদিক আবদুল্লাহ যতদিন বাঁচবো ততদিন জনগনের জন্য নিজেকে উৎসর্গ করে দেব- সাদিক আবদুল্লাহ - ajkerparibartan.com
যতদিন বাঁচবো ততদিন জনগনের জন্য নিজেকে উৎসর্গ করে দেব- সাদিক আবদুল্লাহ

5:57 pm , July 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে বিজয়ী করার লক্ষ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বরিশাল শেবাচিমের অডিটোরিয়ামে শেবাচিমের সকল ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা। মতবিনিময় সভায় মেয়র পার্থী সাদিক আবদুল্লাহ বলেন,  আমি ৬ বছর ধরে বরিশালের আওয়ামী লীগের রাজনীতির সাথে থেকে নগরীর প্রতিটি নাগরিকের সুখে-দুঃখে তাদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। কাজ করতে গিয়ে আমি নগরীর ৩০টি ওয়ার্ডের সমস্যা সম্বন্ধে জানতে পেরেছি। নগরীর সকল ওয়ার্ডের সমস্যা একই রকম না। বিশেষ করে বর্ধিত ওয়ার্ডের নগরবাসীরা রয়েছে সেবা বঞ্চিত। অল্প বর্ষায় ওখানকার মানুষ হয়ে পড়ে পানি বন্দী। রাস্তাঘাট ও বিদ্যুতের বেহাল দশা। এসব সেবা বঞ্চিত মানুষের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। এসময় তিনি বলেন আমার লিখিত কোন ইশতেহার নেই। নাগরিক সমস্যা দুর করে নগরবাসীর চাহিদা পূরন করাই আমার ইশতেহার। আমি যতদিন বাঁচবো ততদিন বরিশালের সকল জনগনের পাশে থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দেব।

তিনি আরও বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ফুপু সে কারনে আমাকে তিনি মনোনয়ন দেননি। আমি বরিশালের মানুষের পাশে থেকে সার্বক্ষনিক তাদের সেবা করেছি। তৃনমূল মানুষের সাথে থেকেছি। এ কারনেই তৃনমূল সহ বরিশালের সকল স্তরের জনগনের দাবীর প্রেক্ষীতে আমার রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করে প্রধানমন্ত্রী আমাকে নৌকার দলীয় প্রতিকে মনোনয়ন দিয়েছেন। তাই আমি মনে করি বরিশালের যে কোন প্রয়োজনে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বোচ্চ সুবিধা এনে বরিশালের মানুষের চাহিদা পূরণ করতে পারবো। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বাচিপের সভাপতি ডাক্তার এমকেএইচ সেলিম, সাধারণ সম্পাদক ডাক্তার ইসতিয়াক, শেবাচিমের পরিচালক ডাক্তার বাকির হোসেন, ডাক্তার সরোয়ার, শাহীন, সুদেক হালদার, সৌরভ সুতার, নুরুন্নবী তুহিন, আরিফ, হিমেল, রাজু আহমেদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নেতা সেলিনা আখতার, গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে বিজয়ী করার লক্ষ্যে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সার্বক্ষনিক তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT