5:55 pm , July 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, সুষ্ঠ ও অবাধ-নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টির জয় হবে। বরিশালের প্রশাসন সম্ভবত নিরপেক্ষ নয়। তাই নির্বাচন নিয়ে সংশয় রয়েছে আমাদের। গতকাল বুধবার সকালে নগরীর সদর রোড এলাকায় গনসংযোগকালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, ‘বরিশালবাসীর অনেক দুর্ভোগ ও সমস্যা রয়েছে। সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব। আমি সৃজনশীল একজন মানুষ। সৃষ্টি করতে ভালোবাসি। মানুষের সেবা করতে সকল ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় না, একটা ভালো মানসিকতা থাকতে তা দিয়েই অনেক সেবা করা যায়। ’ ইকবাল হোসেন তাপস সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোড, হাসপাতাল রোড, নতুনবাজার, কারিকর বিড়ি ফ্যাক্টরী, অমৃত লাল দে মহাবিদ্যালয় এলাকা, সাগরদি, চান্দু মার্কেট, ধান গবেষনা রোড, রুপাতলী বাসস্ট্যান্ড ও গ্যাসটারবাইন এলাকায় গনসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, আঃ রাজ্জাক তালুকদার, মীর জসিমউদ্দিন, রফিকুল ইসলাম গফুর, ফরহাদ হোসেন হাবিল, আবদুল জলিল, আক্তার হোসেন সপ্রু, নজরুল ইসলাম প্রমুখ।