নির্বাচন কমিশনারের কাছে কাউন্সিলর প্রার্থীদের নানা অভিযোগ নির্বাচন কমিশনারের কাছে কাউন্সিলর প্রার্থীদের নানা অভিযোগ - ajkerparibartan.com
নির্বাচন কমিশনারের কাছে কাউন্সিলর প্রার্থীদের নানা অভিযোগ

6:38 pm , July 16, 2018

সাঈদ পান্থ ॥ প্রতিদ্বন্দ্বি নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময়কালে নানা অভিযোগ তুলে ধরেছেন সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর প্রার্থীরা। তারা প্রায় সবাই নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেছেন। তবে সকল প্রার্থীর একটি দাবী ছিল ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে গ্রহন করা। গতকাল সোমবার নির্বাচন কমিশনের আয়োজনে বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার। জানা গেছে, আসন্ন সিটি নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারন ৯৪ জন ও সংরক্ষিত ৩৫ কাউন্সিলর প্রার্থী। সভায় নগরীর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এমরান চৌধুরী জামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এলাকায় এলাকায় পুলিশ-আইনশৃংখলা বাহিনীর পরিদর্শন দরকার। ১৮ নং ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, ‘আমার ওয়ার্ডের দুইটি কেন্দ্রে ইভিএম ছিল। তবে হঠাৎ করে কি কারনে সেই ইভিএম সরিয়ে নেয়া হয়েছে বুঝতে পারছি না। এ প্রশ্নে জবাবে বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে করা হয়েছে। তবে এর কারন কি ছিল এর বিস্তারিত উত্তর পরে জানিয়ে দেয়া হবে। ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ হাওলাদারও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন। ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলর প্রার্থী সুরঞ্জিত দত্ত লিটু বলেন, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। হিন্দু ধর্মালম্বী এক ব্যবসায়ীকে হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে থানাসহ বিভিন্ন স্থানে অভিযোগ দাখিল করা হয়েছে। ১২ নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলু বলেন, আমার এলাকার মানুষ অশিক্ষিত। কিন্তু তারপরও আমার দুইটি কেন্দ্রে ইভিএম দেয়া হয়েছে। তবে ভোটাররা জানেনা কি ভাবে তারা ইভিএম এ ভোট দিতে হয়। তাই তাদের প্রশিক্ষণ জরুরী। ১১ নং ওয়ার্ডে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মারুফ আহম্মেদ জিয়া বলেন, প্রতিপক্ষ প্রার্থী আমাকে ক্যাম্পই করতে দেয়নি। এমনকি প্রচারনায় বাঁধা দেয়া হচ্ছে। এ বিষয়ে আমি থানাসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছি। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর এ্যাড. মর্তুজা আবেদীন বলেন, ‘আমার বিরুদ্ধে নানা উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে প্রতিপক্ষ প্রার্থী। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন তিনি। ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ছগির বলেন, আমার ওয়ার্ডের মানুষ শিক্ষিত। তাই আমার ওয়ার্ডের ইভিএম দেয়ায় আমি স্বাগতম জানাই। তবে ভোটারদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে মত দেন তিনি। ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান বলেন, এবারের নির্বাচনে সময় কম হওয়ায় প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমবে। তবে অর্থ ও পেশী শক্তির প্রভাব মুক্ত রাখার জন্য প্রশাসনের দৃস্টি আর্কষন করেন তিনি। ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর এ্যাড. সালাউদ্দিন মাসুম বলেন, প্রতিপক্ষের চাপে আমি ক্যাম্প করতে পারছি না। ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহাবুব আলম খান বলেন, আমার ওয়ার্ডের ৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি ঝুকিঁপূণ রয়েছে। সেখানে বিশেষ দৃস্টি দরকার। ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গির মোল্লা বলেন, আমার ওয়ার্ডের কয়েকটি কেন্দ্র ঝুকিপূর্ন রয়েছে। এছাড়া ১০নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ফাতেমা রোজী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ফাতেমা রহমান, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জোন্সনা রানী, ১৬, ১৭ ও ১৮ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী বেবী জেসমিন, ১০নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শরীফ তাসলিমা কালাম পলি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবী তুলেছেন। এর প্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনা মাহাবুব তালুকদার বলেন, ‘নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। যাতে তারা কারো চাপে নত স্বীকার না করে। সুষ্ঠু নির্বাচন করবেন এবং ভোট কেন্দ্রের পবিত্রতা রক্ষা করার কথা বলা হয়েছে। আর এটি যদি না পারে তাহলে এত আইন শৃঙ্খলা বাহিনীর দরকার নেই।’ সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT