6:35 pm , July 16, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ‘মাদকের অপব্যবহার ও সন্ত্রাস রোধে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাই যথেষ্ট’ বিষয়ে র্যাবের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বরিশাল সরকারী মহিলা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। দুইদিন ব্যাপি ওই প্রতিযোগিতা গত ১৫ জুলাই সরকারী বরিশাল কলেজ প্রাঙ্গনে ওই বিতর্ক শুরু হয়। এতে নগরীর আট কলেজ অংশ নেয়। গতকাল সোমবার প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব হয়। এতে বরিশাল সরকারী হাতেম আলী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল মহিলা কলেজ। পরে তাদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-৮ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সরকারী কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।