এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার-বিএনপি’র যুগ্ম মহাসচিব আলাল এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার-বিএনপি’র যুগ্ম মহাসচিব আলাল - ajkerparibartan.com
এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার-বিএনপি’র যুগ্ম মহাসচিব আলাল

6:39 pm , July 15, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র বিজয় নিশ্চিত করতে হবে। নিজেদের মধ্যে কোন ভুল-ত্রুটি থাকলে তার হিসাব নিকাশ পরে হবে। আগে বিএনপি’র বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রোববার নগরীর সদর রোডে বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র কার্যালয়ে এক কর্মী সভায় বিএনপি’র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেছেন। এর পূর্বে গতকাল রোববার বেলা ১২টার দিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ার’র পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ করতে নগরীতে আসেন তিনি।

দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভায় মোয়াজ্জেম হোসেন আলাল আরো বলেন, দেশ এক সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। দেশের তিনটি সিটি কর্পোরেশনে নির্বাচন চলছে। এই মুহুর্তে দেশনেত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারান্তরীন রয়েছেন। কারান্তরীন দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে আমি নগরীতে বিএনপি’র ধানের শীষের গণসংযোগ করতে এসেছি। এখন কারোর দোষ ত্রুটি খোঁজার সময় নয়। দলের মধ্যে পূর্বে কে কি করেছে তার বাদ-বিচার করার সময় এখন না। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালে বিএনপি’র বিজয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন, সাবেক এমপি ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শাহ মো. আবুল হোসেন সহ বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএনপি’র ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন বলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আজ সোমবার ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করবেন। সকাল থেকে দিন ব্যাপী নগরীর আমতলার মোড় থেকে শুরু করে সাগরদী এবং রূপাতলী বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরন ও মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের পক্ষে ভোট চাইবেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT