6:39 pm , July 15, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বস্তরের ভোটারদের সমর্থন নিয়ে এগিয়ে আছেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব। বিশেষ করে গত ৪ বছর ধরে দিনরাত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেয়ার কারণে ওয়ার্ডের নারী ভোটাররা স্বেচ্ছায় তার পক্ষে দিনভর প্রচার প্রচারনা করছেন। ওয়ার্ডের অধিকাংশ নারী ভোটারই বলেছেন, জিয়াউর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে এলাকার ধনী গরিব সকল শ্রেনী পেশার মানুষের পাশে রয়েছেন। যে কোন প্রয়োজনে তার সহযোগিতা পাওয়া যায়। তাই আমরা স্বেচ্ছায় তার পক্ষে ভোট প্রার্থনা করছি।
শনিবার বিকেলে ২০নং ওয়ার্ডের বৈদ্যপারা, তেমাথা, বিএম কলেজ রোড এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েক শতাধিক নারী ভোটার জিয়াউর রহমান বিপ্লবের পক্ষে প্রচারনা করছেন। এসময় তারা ওই এলাকার অন্যান্য ভোটারদের বলেন, আমরা সকলে বিপ্লব ভাইয়ের সাথে আছি। তাকে কাউন্সিলর নির্বাচিত করলে ২০ নং ওয়ার্ড নগরীর সবচেয়ে উন্নত ও আধুনিক ওয়ার্ড হবে। তারা সকল ভোটারদের জিয়াউর রহমান বিপ্লবকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।
২০ নং ওয়ার্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জিয়াউর রহমান বিপ্লব বলেছেন তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি জনবহুল স্থানে নারীদের জন্য পৃথক পাবলিক টয়লেট, নারীদের জন্য প্রশিক্ষন কেন্দ্র, নারী ও শিশুদের জন্য পার্ক, ওয়াক ওয়ে নির্মান করা হবে। এ সময় তিনি আরো বলেন, ২০নং ওয়ার্ডের মধ্যে দক্ষিনাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারী বিএম কলেজ অবস্থিত। এজন্য এ এলাকাটিতে সমবময় তরুন শিক্ষার্থীদের ভির থাকে। আমি নির্বাচিত হলে এ এলাকাটিতে যাতে কোন মাদক ব্যবসায়ী প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করবো। কোন তরুন যাতে মাদকাসক্ত না হয় এ বিষয়টি সবচেয়ে বেশী গুরুত্ব দেব। তিনি ভোটারদের কাছে তার ঠেলাগাড়ি প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।