6:40 pm , July 15, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ দিনভর নির্বাচনী প্রচারনায় ব্যস্ত থাকা বিএনপি’র মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন আচরন বিধি সর্বজন বিদিত নয়। এই সুযোগে সরকার দলীয় প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নগরীতে প্রচারনা করছে, তারা বাড়তি সুযোগ নিচ্ছে। তাই ভোটের দিন প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেছেন এ্যাড. সরোয়ার। তিনি সকালে নগরীর হাটখোলা, উত্তর আমানতগঞ্জ, স্ব-রোডের সোনালী আইসক্রিমের মোড়, পলাশপুরসহ নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন। গনসংযোগের পাশাপাশি উঠান বৈঠক করেছেন তিনি।