6:40 pm , July 15, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ প্রচারনায় বিগত দিনের নির্বাচনের প্রার্থীদের ছাড়িয়ে নিজেকে এগিয়ে নেয়ার জন্য শিশু থেকে বৃদ্ধ সকল পর্যায়ের নগরীর ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি যেন আপনাদের সাথে নিয়ে নগরীর উন্নয়নমূলক কাজ করতে পারি। দিনভর প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটানো সাদিক আব্দুল্লাহ, বিগত দিনে দল ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতা মেয়র ছিলেন। তিনি নগরীর সকল মানুষসহ রাজনীতিবিদদের নিয়ে সহাবস্থানে ছিলেন। আমিও চাই বিগত দিনের মতো শান্তিপূর্ন সহাবস্থান। সাদিক আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ্যাড মজিবর রহমান সরোয়ার সম্পর্কে বলেন, তিনি এখানকার মেয়র ছিলেন, ছিলেন চারবারের সংসদ সদস্য। তাকে শ্রদ্ধা করি, কাকু ডাকি। তাকে নিয়ে কোন সমালোচনায় জড়াতে চাই না। আমি চাই নগরবাসীর ভালোবাস। সদর রোড এলাকায় গনসংযোগকালে গনমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি অরো বলেন, ভোটের দিনও কোন ধরনের শঙ্কা নেই। সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে। সে যাকেই দিক। নগরবাসীর প্রতি অবিচল আস্থাভাজন সাদিক আব্দুল্লাহ, নগরবাসী উন্নয়নে বিশ্বাসী। তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। এছাড়াও তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সাধারন রোগীসহ মেডিকেলে চিকিৎসাধীন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিন্টু করের চিকিৎসার খোঁজ খবর নেন। দিনভর গনসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যড.গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড.একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, জেলা ছত্রলীদের সভাপতি সুমন সেরনিয়াবাদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা হাছান মাহমুদ বাবু সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।