উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসবমুখর পরিবেশে রথযাত্রা - ajkerparibartan.com
উৎসবমুখর পরিবেশে রথযাত্রা

6:06 pm , July 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ উৎসবমুখর পরিবেশে নগরীতে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আচার রথযাত্রা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর পাঁচটি মন্দির থেকে রথযাত্রা বের করা হয়। এ উপলক্ষে বিকেলের পর থেকে নগরীর প্রধান সড়ক সদর রোড এলাকায় হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ, শিশুসহ সকল শ্রেনীর মানুষের ভীড় ছিল উপচে পড়া। এই কারনে দীর্ঘক্ষন নগরীর বাকলার মোড় থেকে শুরু করে, নতুন বাজার, বাজার রোড, ফজলুল হক এভিনিউ, কাটপট্টি, চক বাজার ও কালী বাড়ী রোডে যান চলাচল ছিল বন্ধ। বিকেল চারটার পর শুরু হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরনে এই রথ যাত্রা উৎসব।

রথযাত্রার আয়োজনকারীদের পক্ষে গোবিন্দ সাহা জানান, নগরীর নতুন বাজার এলাকার ইসকন মন্দির, সদর রোডের জগন্নাথ দেবের মন্দির, হাটখোলার হরি মন্দির, স্ব-রোড বাকলার মোড়ের রাধা গবিন্দ জিওর মন্দির ও কাউনিয়া মনষা বাড়ী মন্দির থেকে পৃথক পাঁচটি রথযাত্রা বের করা হয়। এসব রথযাত্রা নগরীর প্রদক্ষিন করে। পরে ইসকন মন্দিরের রথযাত্রা নতুন বাজার অমৃতাঙ্গনে এসে অবস্থান নেয়। এছাড়া সদর রোডের জগন্নাথ দেবের মন্দির ও হাটখোলার হরি মন্দির নগরীর কালীবাড়ী রোডের ধর্মরক্ষিনী সভাগৃহে, কাউনিয়া মনষা বাড়ী মন্দির কাটপট্টি চার্চওয়ার্ড মন্দিরে ও স্ব-রোড বাকলার মোড়ের রাধা গবিন্দ জিওর মন্দিরের রথযাত্রা রাধা গবিন্দ জিওর আবাসগৃহে অবস্থান নিয়েছে। সেখানে তারা আগামী নয় দিন অবস্থান করবে। পরে আগামী ২২ জুলাই একইভাবে নগরী প্রদক্ষিন করে উল্টোযাত্রা করে স্ব-স্ব মন্দিরে গিয়ে অবস্থান নেবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT