নগরীসহ জেলায় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন’র প্রথম রাউন্ড শুরু নগরীসহ জেলায় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন’র প্রথম রাউন্ড শুরু - ajkerparibartan.com
নগরীসহ জেলায় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন’র প্রথম রাউন্ড শুরু

6:05 pm , July 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী সহ বরিশাল জেলায় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এক যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে সকাল ৯টায় নগরীর জুমির খান সড়কে নগর স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান। এসময় সিটি কর্পোরেশনের সচিব ইসরাইল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান এবং ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন পরিচালক ডা. মো. বাকির হোসেন। এসময় হাসপাতালের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। তাছাড়া সকালে নগরীর সদর হাসপাতালে ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছে, এবার বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৪৪ হাজার ২৭৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ছিল। নগরীর বাস টার্মিনাল, লঞ্চ ঘাট সহ স্থানীয় এবং অস্থায়ী মিলিয়ে মোট ২২০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ৪৭০ জন। বিসিসি’র ডা. মতিউর রহমান জানান, দিন ভর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আমাদের লক্ষমাত্র অর্জিত হয়েছে।

এদিকে বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানিয়েছেন, বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৪ হাজার ৩৩১ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ২২৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৪৯৯ ও ১২ থেকে ৫৯ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৮৩২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সে অনুযায়ী শনিবার দিনব্যাপী কার্যক্রমে তাদের লক্ষ্য অনেকটাই অর্জিত হয়েছে। তবে তাদের কার্যক্রম আরো ৪ দিন চলবে জানিয়ে সিভিল সার্জন বলেন, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় বাঁধপড়া শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ওই চারদিন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT