আমরা বিজয়ী হয়ে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেব- মেয়র প্রার্থী মাহবুব আমরা বিজয়ী হয়ে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেব- মেয়র প্রার্থী মাহবুব - ajkerparibartan.com
আমরা বিজয়ী হয়ে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেব- মেয়র প্রার্থী মাহবুব

6:05 pm , July 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পূর্বে নগর পিতার আসনে অধিষ্ঠিত হয়ে বিভিন্ন নেতাগণ বরিশালবাসীকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সাথে ছিনিমিনি খেলেছে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেব। এ শুধু আশ্বাস নয়, এক আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার করেছি। গতকাল শনিবার নাজিরের পুল, জেলখানার মোড়, হাসপাতাল রোড ও নতুন বাজার এলাকায় গণসংযোগকালে ওই অঙ্গীকার করেন ইসলামী আন্দোলন’র মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন’র মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ, জেলা সভাপতি মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী কাঞ্চন মিয়া, মোঃ লিটন, মুহাম্মাদ মামুন, জিএম ফারুক, মাহমুদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল হাসানাত, মাওলানা ওসমান গণী, মাওলানা আব্দুল্লাহ, প্রার্থীর বড় সাহেবজাদা মাওলানা আতিক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীরা।

এছাড়াও বিকেলে নগরীর চাঁদমারী এলাকায় ও সন্ধ্যায় চরের বাড়ি মসজিদের সামনে পথসভা করবেন মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। এসময় উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন’র সিনিয়র নায়েবে আমীর ও মহানগর সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT