6:04 pm , July 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি কলেজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষসহ তিন জনের বিরুদ্ধে করা মামলা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালি মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বাদী সাহানআরা বেগমের করা আবেদনে এ নির্দেশ দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ। মামলার অভিযুক্তরা হলো, সিটি কলেজ থেকে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ অধিকারী, হিসাব সহকারি কাম অফিস সহকারি ও অফিস সহকারি আউয়াল হোসেন। আদালত সুত্র জানায়, ২০১৩ সালের ২ আগষ্ট থেকে ১৪ সালের ২৬ জুলাই পর্যন্ত অভিযুক্তরা পরস্পর যোগসাজেশে কলেজের সরকারি ৩ লাখ ৯২ হাজার ১১৩ টাকা আত্মসাত করে। এ অভিযোগ এনে ২০১৪ সালের ৩ জুলাই তৎকালিন ভারপ্রাপ্ত অধক্ষ্য হিসেবে দায়িত্বপালন করা সাহানআরা বেগম বাদী হয়ে সিনিয়র বিভাগীয় স্পেশাল জজ আদালতে দুর্নীতি দমন আইনে মামলা করে। মামলাটি বিচারক দুদককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। অভিযুক্তরা সরকারি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা না হওয়ায় অভিযোগটি তদন্তাধীন তাদের আওতায় না জানিয়ে ২০১৭ সালের ১৯ অক্টোবর মামলাটি আদালতে ফেরত দেন। পরে সিনিয়র বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। সোমবার মামলাটির ধার্য তারিখে বাদী সাহানাআরা বেগম দুর্নীতির ধারা পরিবর্তন করে প্রতারনা, সহযোগিতা ও সহায়তা করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আমলে নিয়ে মামলাটি কোতয়ালি মডেল থানা পুলিশকে এজাহার অথবা পিআইবিকে তদন্ত দেয়ার আবেদন জানান। এর প্রেক্ষিতে বিচারক মামলাটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালি মডেল থানা পুলিশকে নির্দেশ দেন।