5:56 pm , July 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন, ভবিষ্যতে নগরবাসীর পাশে থেকে সেবা করার সুযোগ দিতে নৌকায় ভোট চেয়েছেন আ’লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গতকাল শুক্রবার বরিশাল ক্লাবে নৌকা প্রতীকের বিজয়ে বরিশালস্থ বাউফল উপজেলাবাসীর আয়োজনে বিশেষ সভায় ভোট প্রার্থনা করেন তিনি। এই সময় মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ বলেন, বাউফল বাংলাদেশর মধ্যে সবচেয়ে শিক্ষিত এলাকা। বাংলাদেশের বিভিন্ন গুরুত্ব পূর্ন পদের দায়িত্বে থেকে বাউফলের মানুষ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। সভায় তিনি আরও বলেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে দক্ষিনাঞ্চলের মানুষের কথা চিন্তা করে পদ্মা সেতু, পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ বাংলাদেশের সকল স্থানে উন্নয়ন মূলক কাজ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বরিশালের মানুষের পাশে থেকে আমার দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দক্ষিনাঞ্চলের উন্নয়নে কাজ করে গেছেন। বিশেষ করে কৃষকদের সমস্যা দূর করে ভুমিহীনদের ভুমি প্রদান ও পানি চুক্তিতে বিশেষ ভুমিকা রেখে গেছেন। আমার বাবাও এ অঞ্চলের উন্নয়ন করে বাংলাদেশর প্রধান সমস্যা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নসহ অনেক উন্নয়ন কর্মকান্ডে ভুমিকা রেখেছেন। তারই ধারাবাহিকতায় আমিও বরিশালের উন্নয়নে, নগরীর উন্নয়নে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। ভাবিষ্যতেও আমি নগর বাসীর পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। বরিশালের জনগণ বর্তমান সরকারের উন্নয়নের বিবেচনা করেই নৌকায় ভোট দিয়ে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। বাউফল পৌর মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে বিশেষ সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেটএ.কে.এম জাহাঙ্গির সহ সিনিয়র আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাদের নিয়ে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার সেন্ট পিটার্স চার্চের খ্রিস্টান সমপ্রদায় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ২৮, ২৯ নং ওয়ার্ডে গনসংযোগ করেন তিনি। বিকেলে নগরীর ২৭, ১ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেন তিনি।