ভোট ডাকাতদের প্রতিরোধ করতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে- মেয়র প্রার্থী মাহবুব ভোট ডাকাতদের প্রতিরোধ করতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে- মেয়র প্রার্থী মাহবুব - ajkerparibartan.com
ভোট ডাকাতদের প্রতিরোধ করতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে- মেয়র প্রার্থী মাহবুব

5:55 pm , July 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, দুর্নীতি ও দখলদারীমুক্ত উন্নত মডেল সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে হাতপাখায় ভোট চেয়েছেন ইসলামী আন্দোলন’র মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। গতকাল শুক্রবার নগরীর বেলতলা এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময়কালে ওই অঙ্গীকার করে ভোট প্রার্থনা করেন তিনি। এই সময় তিনি বলেন, ভোট ডাকাতদের বিরুদ্ধে নগরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বিগত কয়েকটি সিটি নির্বাচনে ভোট ডাকাতির যে মহড়া দেখেছি, নগরবাসী ঐক্যবদ্ধ হলে বরিশালে তার পুনরাবৃত্তি করতে পারবেনা ইনশা-আল্লাহ। নগরবাসী এদের থেকে মুক্তি পেতে চায়। একজন সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শবান ব্যক্তির নিকট তাঁরা নগরীর দায়িত্ব অর্পণ করতে চায়। তাই হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ, জেলা সভাপতি মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, বিশিষ্ট্য ব্যবসায়ী কাঞ্চন মিয়া, মোঃ লিটন, মুহাম্মাদ মামুন, জিএম ফারুক মাহমুদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল হাসানাত, মাওলানা ওসমান গণী ও মাওলানা আব্দুল্লাহ। এছাড়াও বাদ জুময়া ভাটিখানা এলাকায় গণসংযোগ, নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা ও বটতলা মাদ্রাসায় পথসভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন’র সিনিয়র নায়েবে আমীর ও মহানগর সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT