5:54 pm , July 13, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ ইভিএম পদ্ধতি নেয়া ভোটের দশ কেন্দ্র চুড়ান্ত হয়েছে। এবার নগরীর চার ওয়ার্ড থেকে চুড়ান্ত করা হয়েছে দশটি কেন্দ্র। চার ওয়ার্ডের ২২ হাজার ৮৪৮ জন ভোটার ইভিএম’এ ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। রিটানিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে, চার ওয়ার্ডের মধ্যে ১২ নং ওয়ার্ডে দুইটি, ১৮ নং ওয়ার্ডেও দুই কেন্দ্র এবং ২০ ও ২১ নং ওয়ার্ডের তিনটি করে কেন্দ্র চুড়ান্ত করা হয়েছে। এই কেন্দ্রগুলো হলো-১২ নং ওয়ার্ডের কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরিয়া আইডিয়াল স্কুল, ১৮ নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয় ও চৈতন্য মাধ্যমিক বিদ্যালয়, ২০ নং ওয়ার্ডের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএম কলেজের কলা বিভাগ কেন্দ্র ও বিএম কলেজের বানিজ্য বিভাগ কেন্দ্র এবং ২১ নং ওয়ার্ডের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ মাদারাসা নিচতলা এবং দোতলা কেন্দ্র। এছাড়াও নির্বাচনী আচরন বিধি তদারকি করতে ১০ সদস্যের ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন রিটানিং অফিসার মো. মজিবুর রহমান এবং সদস্য সদস্য সচিব হয়েছেন সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন খান। অপর ৮ সদস্যের মধ্যে রয়েছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি। রিটানিং কর্মকর্তার প্রশাসনিক শাখা সুত্রে জানা গেছে, ৩০ জুলাই নির্বাচন কার্যক্রম শেষ না পর্যন্ত বরিশাল জেলা প্রশাসনের ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিটানিং কর্মকর্তার অধীনে থাকবেন। তারা প্রার্থীদের আচরন বিধি লংঘনসহ আইনশৃংখলা বিষয়ে রিটানিং কর্মকর্তাকে আইনী সহায়তা দেবেন। ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন, সুজিত হালদার, মো. হুমায়ন কবির, উর্মি ভৌমিক, আহসান মাহমুদ রাসেল, রুম্পা সিকদার, দিপকংর দাস, এসএম রবীন শীষ, জয়দেব চক্রবর্তী, মো. রায়হানুজ্জামান ও রেদওয়ান কবির।