নির্বাচনী প্রচারনায় মসজিদমুখী ছিল প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় মসজিদমুখী ছিল প্রার্থীরা - ajkerparibartan.com
নির্বাচনী প্রচারনায় মসজিদমুখী ছিল প্রার্থীরা

5:56 pm , July 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি নির্বাচনী প্রচারনায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বি সহ প্রায় সব প্রার্থীই গতকাল মসজিদ মুখি ছিলেন। ৩০জুলাই নির্বাচনের আগের তৃতীয় জুমায় গতকাল মহাজোট প্রার্থী সাদিক আবদুল্লাহ নগরীর চকবাজারে জামে এবাদুল্লাহ মছজিদে জুমার নামাজ আদায় করেন। নগরীর অন্যতম বৃহত এ জুমার জামাতে উপস্থিত মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করে সবার কাছে দোয়া চান তিনি। অপরদিকে ২০ দলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার মুসলিম গোরস্থান জামে মসজিদে নগরীর অপর বৃহত জামাতে জুমার নামাজ আদায় করেন। সারোয়ারও উপস্থিত মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করে সবার দোয়া চান। ইসলামী আন্দোলন-এর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ মাহবুব নিজ প্রতিষ্ঠান মাহমুদিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে গোটা বরিশাল মহানগরী যুড়ে প্রচারনাও ক্রমে জমে উঠতে শুরু করেছে। পোষ্টারে ছেয়ে গেছে গোটা নগরী। সকাল থেকে প্রার্থীরা কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে। দুপুর থেকে মাইকযোগে প্রচারনায় নগরবাশীর দুপুরের বিশ্রামে ব্যাঘাত ঘটলেও পুরো নগরী যুড়েই এখনো নির্বাচনী আবহ। সকলেই ৩০ জুলাই বরিশাল মহানগরীতে একটি গ্রহনযোগ্য ভোটের প্রত্যাশায় সময় গুনছে।

গতকালও মহানগরীর ৩টি ওয়ার্ডে ওঠান বৈঠক করেন মহাজোট প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এছাড়াও নগরীর চক বাজার সহ কয়েকটি এলাকায় তিনি গনসংযোগও করেন। বেশ কিছু সমর্থক ও কর্মী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকও সাদিকের সাথে গনসংযোগে অংশ নিচ্ছেন।

এদিকে ২০দলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার গতকাল সুজন-এর অনুষ্ঠানে যোগদান শেষে নগরীর সদর রোড-আগরপুর রোড হয়ে বগুড়া রোডের মুন্সির গ্যারেজ এলাকায় গনসংযোগ করেন। বিকেলে তিনি বটতলা এলাকা হয়ে নবগ্রাম রোডেও গনসংযোগ করেন। তিনি আসর ও মাগরিবের নামাজ আদায় করেন ঐ এলাকার মসজিদে। প্রতিটি এরাকাতেই বিপুল সংখ্যক নেতা-কর্মী ও অনুসারীরা ২০দলীয় জোট প্রার্থীর সাথে প্রচারনায় অংশ নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT