6:26 pm , July 12, 2018

রুবেল খান ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় নামতে শুরু করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। এরই মধ্যে সিটি’র বর্তমান মেয়র আহসান হাবিব কামাল ছাড়া বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিলকিছ আক্তার জাহান শিরিন ও এবায়েদুল হক চান সহ অন্যান্য মনোনয়ন বঞ্চিত নেতারা ধানের শীষের পক্ষে প্রচারনা করছেন। অন্তর্ভুক্ত হয়েছেন নির্বাচন পরিচালনা কমিটিতেও। তবে প্রচার প্রচারনা শুরুর তিনদিন পেরিয়ে গেলেও মাঠে দেখা মিলছে না আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতাদের। অবশ্য দলীয় প্রার্থীর পক্ষে এরই মধ্যে প্রচারনায় নেমে পড়েছেন স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতারা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৬টি দল অংশগ্রহন করেছে। তবে আলোচনায় গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি’র প্রার্থীরা। এই দুই দলের মধ্যেই জয়-পরাজয় নির্ধারন করে রেখেছেন নগরীর ভোটারদের বৃহৎত্তর একটি অংশ। তাই বড় দুটি দলের খুটিনাটি ভালো-মন্দ খুঁজে বেড়াচ্ছেন সাধারণ ভোটাররা।
এদিকে ভোটারদের ভাবনার মধ্যেই জয়ের লক্ষ্য নিয়ে গত ১০ জুলাই প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারনায় নেমে পড়েছেন সরকার দলীয় আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি’র প্রার্থীরা। স্ব স্ব দলের মনোনীত মেয়র প্রার্থীদের পাশাপাশি রাত-দিন সমান তালে প্রচারনা চালিয়ে যাচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতা এবং কর্মী-সমর্থকরা। অবশ্য সিটি নির্বাচনী প্রচারনায় সরকার দলীয় আওয়ামী লীগ প্রচারনায় এগিয়ে রয়েছে বলে জানাগেছে। দলটির শত শত নেতা-কর্মীর ও সমর্থকদের ভীরে খুঁজে পাওয়া যাচ্ছে না মনোনয়ন বঞ্চিত নেতাদের।
সরেজমিনে দেখাগেছে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে প্রতিদিনই প্রচার-প্রচারনায় যুক্ত হচ্ছেন কেন্দ্রের নেতারা। বিশেষ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মেজর জেনারেল (অব.) হাফিজ উদ্দিন মল্লিক, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উপদেষ্টা মাহবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ দিন রাত নৌকার প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে রয়েছেন বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়রগন। গতকাল গতকালআওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে গণসংযোগ করতে দেখা গেছে বিসিসি’র সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরন’র সহধর্মীনি ও সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজকে। কিন্তু প্রচারনা শুরুর তিন দিন অতিবাহিত হলেও দলের মনোনিত প্রার্থীর পক্ষে গণসংযোগে নামতে দেখা যায়নি মনোনয়ন বঞ্চিত চার নেতা। এরা হলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. খান আলতাফ হোসেন ভুলু ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মীর আমিন উদ্দিন আহমেদ মোহন।
তবে মনোনয়ন না পাওয়ার দুঃখ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে নেমে পড়েছেন বিএনপি’র মনোনয়ন বঞ্চিত নেতারা। বিশেষ করে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন দিনভর দলীয় প্রার্থী আবার পৃথকভাবে লিফলেট নিয়ে বিএনপিকে বিজয়ী করতে প্রচার-প্রচারনায় ব্যবস্ত সময় পার করতে দেখা গেছে। শুধুমাত্র বিসিসি’র বর্তমান মেয়র আহসান হাবিব কামালকেই দেখা যাচ্ছে না দলের প্রচার প্রচারনায়। তাকেও প্রচার-প্রচারনায় ভেরাতে চেষ্টা করছেন বিএনপি’র মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরওয়ার। মনোনয়ন বঞ্চিত মেয়র আহসান হাবিব কামাল অভিমান ও মনকষ্টে এড়িয়ে চলছেন সরওয়ারকে।
বিএনপি’র কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বুধবার রাতে মজিবর রহমান সরওয়ার কালুশাহ সড়কে মেয়র আহসান হাবিব কামাল’র বাস ভবনে যান। এসময় তার সাথে এক প্রভাবশালী লঞ্চ মালিকও ছিলেন। সেখানে আহসান হাবিব কামালকে পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানান মজিবর রহমান সরওয়ার। তখনও তার উপর ক্ষোভ প্রকাশ করেন মেয়র কামাল। ছুড়ে দেন বিভিন্ন শর্ত।
দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আহসান হাবিব কামাল মেয়র পদে মনোনয়ন নিয়ে তার সাথে যে নাটকীয়তা এবং নেতা-কর্মীদের দিয়ে যে অপমান করানো হয়েছে সে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আরো বিভিন্ন বিষয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়। এর কোনটির প্রতি উত্তর করেননি মজিবর রহমান সরওয়ার। তবে পূর্বের সব কথা ভুলে দলের পক্ষে কাজ করার অনুরোধ জানান সরওয়ার। সেই প্রস্তাবে শর্ত ছুড়ে দেন কামাল। মহানগর বিএনপি’র সভাপতি পদের বিষয়টি বিবেচনা ও দৃষ্টি রাখার জন্য মজিবর রহমান সরওয়ারের প্রতি শর্ত ছুড়ে দেন তিনি। আরো বেশ কয়েকটি শর্ত উঠে আছে তাদের দু’জনের মধ্যকার আলোচনায়। সেই শর্তে সরওয়ারের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় নামার বিষয়ে আশ্বস্থ করেন মেয়র আহসান হাবিব কামাল।
অপরদিকে বিএনপি’র একাধিক সূত্র জানিয়েছে, বরিশালে দলীয় প্রার্থী’র পক্ষে প্রচার প্রচারনার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা খুব শিঘ্রই বরিশালে আসবেন দলের পক্ষে প্রচার প্রচারনার জন্য। তাছাড়া আওয়ামী লীগের কেন্দ্রের হেবিওয়েট নেতারাও আসবেন প্রচার-প্রচারনায়। প্রচার প্রচারনা’র মধ্যবর্তি সময়ের পূর্বেই তারা বরিশালে দল মনোনীত প্রার্থীর পাশে দাড়াবেন বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তবে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সেই নেতারা শোক কাটিয়ে দলের প্রচারনায় আদৌ আসবেন কিনা সে বিষয়টি নিয়ে তৃনমুলে প্রশ্ন থেকেই যাচ্ছে।