6:20 pm , July 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল বাদ মাগরিব কলেজ রো লেচুশাহ জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে মুসুল্লীদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। তিনি কলেজ রো এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। জিয়াউর রহমান বিপ্লব বলেন, আমি মসজিদ মাদ্রাসার খেদমতে নিজেকে নিয়োজিত করেছি। এলাকার সকল মানুষের সুখ, দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি তার ঠেলাগাড়ি মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন।