6:20 pm , July 10, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ “ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের” প্রতীক পেয়ে এমন শ্লোগানে পুরোপুরি নির্বাচনী পরিবেশ এসে গেছে নগরীতে। গতকাল প্রথম দিনেই মাইকিং, লিফলেট বিতরন, গনসংযোগ, পোস্টারিং, মোটর সাইকেল বহর সহ নানা ধরনের নির্বাচনি প্রচারনার দৃশ্য দেখা গেছে নগরীর পথঘাট সহ বিভিন্ন এলাকায়। নগরীর বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিত হয়ে প্রচারনার দৃশ্য দেখা গেছে। গতকাল প্রতীক পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিক এই প্রচারনা শুরু হয়েছে।
নির্বাচন অফিসের সূত্র জানায়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১৩৫ জন প্রর্থী চুড়ান্ত ভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ৯ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ২০ জন প্রর্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। চুড়ান্তভাবে মেয়র পদে ৬ জন, ৯ টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৫ জন এবং সাধারন ওয়ার্ডে ৯৪ জন প্রার্থী কাউন্সিলর রয়েছেন। গতকাল তাদের প্রতীক দেয়া হয় বলে জানান, রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার মো. মজিবর রহমান। মেয়র পদে নৌকা প্রতীকে আ’লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী এ্যাড মাজবর রহমান সরোয়ার, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন এর প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব হাতপাখা, বাসদ’র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী মই এবং কমিউনিস্ট পার্টির প্রার্থী এ্যাড. এ কে আজাদ কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীরা প্রতীক পেয়ে তাদের প্রচারনা শুরু করেছেন।
প্রতীক পাওয়ার পর নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনায় দেখা গেছে চেনা পরিচিত দৃশ্য। নগরীর প্রধান এলাকা সহ সর্বত্রই মেয়র প্রার্থীদের প্রচারনা লক্ষ্য করলেও প্রায় প্রতি ওয়ার্ডেই দেখা গেছে ওয়ার্ড এর প্রার্থিদের ছোট বড় প্রচারনার দৃশ্য। সকাল থেকেই নানা ধরনের মাইকিং ও শ্লোগানে মুখরিত ছিলো গোটা নগরী। কবিতা, ছড়া, প্রতীক ও প্রার্থীর নামের শ্লোগানে তৈরি করা নানা ছন্দের রকমারী প্রচারনায় এসছে পুরোপুরি নির্বাচনি আমেজ। আলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদ, ইসলামী আন্দোলন এর প্রার্থেিদর প্রচার প্রচারনা জোর শোরে হলেও দেখা যায়নি কমিউনিস্ট পার্টির কোন প্রচারনার দৃশ্য। মাইকিংর পাশাপাশি সাদাকালো পোস্টারে প্রার্থীদের প্রচারনায় ভরে উঠছে নগরীর প্রতিটি স্থান। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের গনসংজোগ এর দৃশ্য দেখা গেছে। লিফলেট বিতরন করে সাধারন ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে তাদের। মার্কা পেয়ে নগরীর বিভিন্ন এলাকার কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মোটর সাইকেল বহর এর মাধ্যমে আনন্দ উল্লাস ও প্রচারনায় দৃশ্যও দেখা গেছে। উল্লেখ্য এবারের নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ৯০৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩৬ এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। আগামী ৩০ জুলাই নতুন ও পুরাতন মিলিয়ে ১২৩ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।