5:02 pm , July 9, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন চারজন। এর মধ্যে তিনজন সাধারন ও একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন। চার কাউন্সিলর পদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচিত হচ্ছেন তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলো- ১৫নং ওয়ার্ডে লিয়াকত হোসেন লাবলু, ১৬ নং ওয়ার্ডে মোশাররফ আলী খান বাদশা এবং ১৯ নং ওয়ার্ডে গাজী নইমুল হোসেন লিটু। এরা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়া ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সমম্বয়ে গঠিত মহিলাদের জন্য সংরক্ষিত ৪নং আসনের তিন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাছাইয়ে বাতিল এবং আরেকজন সোমবার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় বিএনপি সমর্থিত আয়েশা তৌহিদা লুনাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।