6:26 pm , July 8, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার মিতুর বিরুদ্ধে জাল-জালিয়াতির মামলা হয়েছে। গতকাল রোববার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন ওই ওয়ার্ডের অপর প্রার্থী তাসমিমা আহম্মেদ। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার আইনজীবি এ্যাড. আজাদ রহমান জানান, মাকসুদা আক্তার মিতু ওই আসন থেকে ৩০শে জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিনি মাস্টার্স পাস না করা সত্ত্বেও নিজেকে সার্টিফিকেটধারী দাবি করেন। এমনকি তিনি এই সংক্রান্ত একটি সার্টিফিকেটও হলফনামার সঙ্গে সংযুক্ত করে দেন। কিন্তু এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করে নির্বাচন অফিসে আপত্তি দেন একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী বোন তাসমিমা আহমেদ। সেই আপত্তির পরিপ্রেক্ষিতে বিষয়টি ওপরে গত বৃহস্পতিবার একটি শুনানি করেন বিভাগীয় কমিশনার। সেখানে সকলের উপস্থিতিতে কাউন্সিলর প্রার্থী মাকসুদা আক্তার মিতুর শিক্ষা সনদ জাল প্রমাণিত হয়েছে। ফলে এবারের নির্বাচনে প্রার্থিতা থেকে তাকে বাতিল ঘোষণা করা হয়। অবশেষে রোববার তাসমীম আহম্মেদ কাউন্সিলর প্রার্থী মিতুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।