বাকেরগঞ্জের পশ্চিম চরাদী মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির মামলা বাকেরগঞ্জের পশ্চিম চরাদী মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির মামলা - ajkerparibartan.com
বাকেরগঞ্জের পশ্চিম চরাদী মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির মামলা

6:52 pm , April 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি আত্মসাতের অভিযোগে বাকেরগঞ্জের পশ্চিম চরাদী ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং সভাপতির বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোশাররফ হোসেন বাদি হয়ে গতকাল সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা দুর্নিতি দমন কমিশন দুদকে প্রেরনের নির্দেশ দেন। মামলার আসামিরা হল, পশ্চিম চরাদী ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ এবং গভর্নিংবডির সভাপতি রব মোল্লা। মামলা সুত্রে জানা গেছে, ছাগলদির বাসিন্দা আব্দুর রব হাওলাদারের মেয়ে নুরজাহান ও পশ্চিম চরাদীর বেলায়েত হাওলাদারের মেয়ে জুনু আক্তার ওই মাদ্রাসা থেকে এ বছর আলিম পরিক্ষার্থী ছিলো। আলিম পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশনসহ যাবতীয় ফি প্রদান করে অধ্যক্ষ বরাবর। কিন্তু আসামি হারুন অর রশিদ মাদ্রাসার সভাপতির সাথে আতাত করে ওই টাকা দিয়ে নিজের দুই মেয়ে নুসরাত জাহান ও মারুফা বিনতে হারুনের নামে শিক্ষাবোর্ডে টাকা পাঠায়। অধ্যক্ষের এমন কর্মকান্ডে এ বছর আলিম পরিক্ষা দেয়া থেকে বিরত থাকতে হয় নুরজাহান ও জুনুকে। এ অভিযোগে গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT