বৈধতা পেয়েছে জাপা’র মেয়র প্রার্থী তাপস’র মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে জাপা’র মেয়র প্রার্থী তাপস’র মনোনয়ন পত্র - ajkerparibartan.com
বৈধতা পেয়েছে জাপা’র মেয়র প্রার্থী তাপস’র মনোনয়ন পত্র

7:04 pm , July 5, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ঋণখেলাপী’র দায়ে জাতীয় পার্টি’র মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন তাপস’র বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা পেয়েছে। তবে আপীল কর্তৃপক্ষও বাতিল করেছে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহমেদ ঝুনু’র মনোনয়নপত্র। তাই জাতীয় পার্টির এখন একমাত্র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

অপরদিকে বিসিসি’র সংরক্ষিত- ৪ (১০.১১.১২) নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মাকসুদা আক্তার মিতু’র মনোয়নপত্র বাতিল করেছে আপীল কর্তৃপক্ষ। নির্বাচনী হলফনামায় সাথে দাখিলকৃত এমএ পাশের সনদ জাল প্রমানিত হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

এছাড়াও নির্বাচন কমিশনের বাতিল করা ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমান’র মনোনয়নপত্রেরও বৈধতা দিয়েছে আপীল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দিনভর প্রার্থীদের সংশ্লিষ্ট প্রার্থীদের উপস্থিতে আপীল সুনানী শেষে আপীল কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান ওই ঘোষনা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গত ১ ও ২ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এসময় বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন তাপসকে ঋণখেলাপী হিসেবে চিহ্নিত করা হয়। আর তাই ইকবাল হোসেন তাপস’র মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিলো। একই সাথে সমর্থক ভোটারের স্বাক্ষর জাল এবং জমা দেয়া সমর্থক ভোটারকে খুঁজে না পাওয়ায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বশির আহমেদ ঝুনু’র মনোনয়নপত্র। এছাড়া ২ জুলাই’র বাছাই কালে বিসিসি’র ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমান’র মনোনয়নপত্রটিও বাতিল হয়েছিলো। বাংলাদেশ ব্যাংকের সিআইডি প্রতিবেদনের উপর ভিত্তি করে ঋণখেলাপীর দায়ে তার প্রার্থীতা বাতিল করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান বলেন, বাতিল হওয়া দুই মেয়র প্রার্থী এবং অপর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সিটি নির্বাচনের আপীল কর্তৃপক্ষের নিকট তাদের মনোনয়নপত্র ও প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে আপীল করেন। সেই সাথে বিসিসি’র সংরক্ষিত-৪ (১০.১১.১২) নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মাকসুদা আক্তার মিতু’র দাখিলকৃত এমএ পাশ’র সনদ জাল বলে নির্বাচন কমিশন এবং আপীল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। একই ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থী তাসমিমা আহম্মেদ ওই অভিযোগ করেন। আপত্তি তোলার পরেও রিটার্নিং কর্মকর্তা মাকসুদা আক্তার মিতু’র মনোনয়নপত্রের বৈধতা দেন। তবে আপীল কর্তৃপক্ষ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাকসুদা আক্তার মিতু’র দাখিলকৃত এমএ পাশের সনদ জাল বলে প্রমান পায়। এ কারনে গতকাল বৃহস্পতিবার আপীল শুনানী শেষে মাকসুদা আক্তার মিতু’র মনোনয়নপত্র ও তার প্রার্থীতা বাতিল ঘোষনা করে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান আরো জানান, জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস’র ঋণখেলাপীর যে অভিযোগ ছিলো তা প্রত্যাহার করে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক থেকে তিনি যে ঋণগ্রহন করেছিলেন তা অনেক আগেই পরিশোধ করেন। তার পরেও ব্যাংলাদেশ ব্যাংক’র প্রতিবেদনে তাকে ঋণখেলাপী উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে আপীল করেন মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তাছাড়া তিনি ঋণখেলাপী নন বলে সোনালী ব্যাংকের প্রতিবেদন দাখিল করেন। তাছাড়া গতকাল বৃহস্পতিবার আপীল শুনানী কালে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত থেকে আপীল কর্তৃপক্ষকে ইকবাল হোসেন তাপস’র ব্যাংক ঋণ না থাকার বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে আপীল কর্তৃপক্ষ ইকবাল হোসেন তাপস’র মনোনয়নপত্র ও তার প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেন। ইকবাল হোসেন তাপস’র নির্বাচনী আচরন বিধি মেনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোন বাঁধা নেই বলে জানিয়েছেন হেলাল উদ্দিন। তবে পার্টির বিদ্রোহী মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনুও আপীল করেন বলে জানান তিনি। কিন্তু তিনি তার আপীলে যে যৌক্তিকতা দেখিয়েছেন তার গ্রহনযোগ্যতা পায়নি আপীল কর্তৃপক্ষ। যে কারনে শুনানী শেষে নির্বাচন কর্তৃপক্ষের দেয়া বাতিল আদেশ বহাল রাখেন আপীল কর্তৃপক্ষ। পাশাপাশি ৯নং ওয়ার্ডের সৈয়দ জামাল হোসেন নোমান’র বিরুদ্ধে ব্যাংলাদেশ ব্যাংক’র ঋণখেলাপীর প্রতিবেদন ভুয়া বলে প্রমানিত হওয়ায় তার মনোনয়নপত্রের বৈধতা ফিরিয়ে দিয়েছে আপীল কর্তৃপক্ষ। আজ শুক্রবার আপীল এর শেষ দিন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT