7:01 pm , July 5, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর আমতলা মোড়ে মুরগীর খাবারবাহী ট্রাক উল্টে ক্ষতিগ্রস্থ হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা এছাহাক আলী পুলিশ বক্স। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানায়, ফরিদপুর থেকে মুরগীর খাবার নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্টো চ ১১৭০৪৭) চরফ্যাশন’র উদ্দেশ্যে রওনা হয়। আমতলার মোড় এসে চরফ্যাশন যাওয়ার পথ জানার জন্য চালক ট্রাক’র গতি কমিয়ে রাস্তার পাশে যায়। এ সময় ট্রাকের এক চাঁকা রাস্তার পাশে কাদায় আটকে উল্টে পুলিশ বক্স’র গিয়ে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি।