সিটি ভোটের ১২৩ কেন্দ্রের চুড়ান্ত গেজেট প্রকাশ সিটি ভোটের ১২৩ কেন্দ্রের চুড়ান্ত গেজেট প্রকাশ - ajkerparibartan.com
সিটি ভোটের ১২৩ কেন্দ্রের চুড়ান্ত গেজেট প্রকাশ

7:02 pm , July 5, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি কর্পোরেশনের নির্বাচনে এবার ভোট নেয়া হবে ১২৩ কেন্দ্রে। গত বছরের চেয়ে এবার ভোট কেন্দ্র বেড়েছে ২৭টি। বর্ধিতসহ ১২৩টি ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন ওয়েব স্ইাটে গেজেট প্রকাশ করেছে। একই সাথে ওই গেজেট বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের আদেশ ক্রমে চুড়ান্ত ভোট কেন্দ্রের ওই তালিকার গেজেট প্রকাশ করেছেন উপ-সচিব মো. আব্দুল হালিম খান। গেজেট সুত্রে জানা গেছে, এবার ভোটে অস্থায়ী কোন কেন্দ্র নেই। তবে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে। মোট ৫২টি অস্থায়ী ভোট কক্ষে ভোট নেয়া হবে। অস্থায়ীসহ ১২৩ ভোট কেন্দ্রে মোট ভোট নেয়া হবে ৭৫০ কক্ষে। সিটিতে মোট দুই লাখ ৪৬ হাজার ১৬৬ ভোটার রয়েছে। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৪৩৬ পুরুষ ও এক লাখ ২০ হাজার ৭৩০ জন নারী ভোটার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT