নির্বাচন সুষ্ঠ না হওয়ার শংকায় মেয়র প্রার্থী সরোয়ার নির্বাচন সুষ্ঠ না হওয়ার শংকায় মেয়র প্রার্থী সরোয়ার - ajkerparibartan.com
নির্বাচন সুষ্ঠ না হওয়ার শংকায় মেয়র প্রার্থী সরোয়ার

6:45 pm , July 4, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমরা প্রমান করতে পেরেছি যে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সর্বশেষ গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের চিত্রও সেই একই কথা প্রমান করে। ২০১৮ সাল হচ্ছে ভোটের বছর। তাই বরিশাল সহ ৩টি সিটি কর্পোরেশন নির্বাচন বর্তমান সরকারের জন্য একটি পরীক্ষা। কেননা এই নির্বাচনের উপরই নির্ভর করছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠ হবে। গতকাল বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত কালে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি এবং ধানের শীষের মেয়র প্রার্থী, বিসিসি’র সাবেক মেয়র আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার এসব কথা বলেছেন।

দুপুর ১টার দিকে রিপোর্টার্স ইউনিটিতে সৌজন্য সাক্ষাতকালে মজিবর রহমান সরোয়ার আগামী ৩০ জুলাই’র নির্বাচন নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, বরিশালে আওয়ামী লীগের প্রার্থী নতুন হলেও সে প্রধামন্ত্রীর আত্মীয়। তার বাবা আবুল হাসনাত আবদুল্লাহ মন্ত্রী পদমর্যার একজন নেতা। যে কারনে প্রশাসন তাদের নিয়ন্ত্রনেই থাকবে এটাই আমাদের আশংকা। আর এমনটি হলে ভোট গ্রহন সুষ্ঠু এবং শান্তিপূর্ন হবে কিনা সে নিয়ে শংকা থেকেই যায়।

তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন এখন আর একটি পদের লড়াই নয়। এটি এখন বর্তমান রাজনীতির একটি অংশ। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের একটি অংশ এই সিটি কর্পোরেশন নির্বাচন। যে কারনে এই নির্বাচনেক সবাই যেভাবে দেখছে আমি সেভাবে দেখছি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরন করিয়ে দিয়ে তিনি বলেন, প্রধান মন্ত্রী নিজেই বলেছেন নির্বাচনে জয়লাভ করতে গিয়ে যেন দলের কোন বদনাম না হয়। আর সেলক্ষে সুষ্ঠ নির্বাচন আশা করি আমরা। কেননা এই নির্বাচনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা তার ইঙ্গিত দেবে। শুধু বিএনপি নয় এখন সাধারন মানুষও দলীয় সরকারের অধিনে নির্বাচন চায়না। তারা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন চায়। খুলনা, গাজীপুরের ভোট দেখে আমরা হতবাক হয়েছি। বরিশালে সুষ্ঠ নির্বাচনের কোন বিকল্প নেই। আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় তারা চাইবে প্রশাসন দিয়ে নিজেদের জয় নিশ্চিত করতে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ধানের শীষের জয় হবেই।

মজিবর রহমান সরোয়ার বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলাম আমি। একজন নির্বাচিত মেয়র হলেও মাত্র ৩ বছর দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। বাকি দু’বছর আমাকে জেলে কাটাতে হয়েছে। তবে যে তিন বছর দায়িত্ব পালন করেছি সেই তিন বছরে প্রথম সিটি কর্পোরেশন হিসেবে বরিশাল নগরীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলাম। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য সরকারের উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে মার্কেট নির্মান করেছিলাম। তৎকালিন সময়ে শুরু করা ১১টি মার্কেট ভাড়া এবং ট্যাক্স দিয়ে উন্নয়নের পাশাপাশি বেতন-ভাতা দিয়েছি। তাছাড়া মেয়র থাকাবস্থায় ২২টি খাল খনন করেছি। নগরীর শহর রক্ষাবাঁধ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বাইপাশ সড়ক এবং ডিভাইডার সড়কের কাজ আমিই শুরু করেছিলাম। কিন্তু ওয়ান এলেভেন সরকারের কারনে সেই উন্নয়ন সমাপ্ত করতে পারিনি। তিন বছর মেয়র থাকাবস্থায় আমি ১ হাজার ২৫০ কোটি টাকার কাজ করেছিলাম এই সিটি কর্পোরেশনে। অথচ সেইসব উন্নয়ন আওয়ামীলীগ এখন তাদের বলে চালিয়ে দিতে চাচ্ছে। সহর রক্ষা বাঁধটির কাজ পর্যন্ত সম্পন্ন করতে পারেনি। উন্নয়নের নামে তারা শুধু লুটপাট এর দুর্নীতি করেছে।

তার সময়ে অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার প্রতিশ্রতি ব্যক্ত করে মজিবর রহমান সরোয়ার বলেন, আমি বরিশালের সন্তান। বরিশালের ধুলোবালী লেগে আছে আমার শরীরে। তাই বরিশালবাসির নাড়ীর টান কি তা একমাত্র আমিই ভালো যানি। আশাকরি সুষ্ঠু ভোট হলে জনগন ধানের শীষকেই পুনরায় নির্বাচিত করবে। আর আমি নির্বাচিত হলে বরিশালকে পরিকল্পনা মোতাবেক উন্নয়ন করা হবে। ঘুষ, দূর্নীতি ও চাঁদাবাজী, অপচয়, অপব্যায় বন্ধ কিভাবে বন্ধ করা যায় সেই ব্যবস্থাও আমি করবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আনোয়ারুল হক তারিন। এছাড়া জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ’র সঞ্চালনায় সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT