সিটি নির্বাচনে প্রার্থীদের জন্য ৭১ প্রতীক বরাদ্দ সিটি নির্বাচনে প্রার্থীদের জন্য ৭১ প্রতীক বরাদ্দ - ajkerparibartan.com
সিটি নির্বাচনে প্রার্থীদের জন্য ৭১ প্রতীক বরাদ্দ

7:35 pm , July 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি নির্বাচনের মেয়র, সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন ৭১ প্রতীক নির্ধারন করেছে। এর মধ্যে মেয়র পদ দলীয় মনোনয়নে হওয়ার প্রতীকের সংখ্যা বেশি। এ পদে ৩৯টি দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র পদের প্রার্থীদের জন্য রয়েছে আরো ১২টি প্রতীক। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ ও সাধারন কাউন্সিলর পদে ১২টি প্রতীক নির্ধারন করেছে ইসি।

মেয়র পদের দলীয় ৩৯ প্রতীকের মধ্যে রয়েছে নৌকা, ধানের শীষ, লাঙ্গল, হাতপাখা, হাতুরি, কুলা, মশাল, তারা, গোলাপ ফুল, মই, বাইসাইকেল, চাকা, কাস্তে, ছাতা, গামছা, কবুতর, গরুর গাড়ি, ফুলের মালা, বটগাছ, হারিকেন, আম, খেজুর গাছ, উদীয়মান সূর্য, মাছ, গাভী, বাঘ, কাঠাল, চাবি, চেয়ার, হাতঘরি, মিনার, রিক্সা, মোমবাতি, হুক্কা, দেয়ালঘরি, কোদাল, পাঞ্জা, ছড়ি ও টেলিভিশ। এছাড়া মেয়র পদের স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত প্রতীক হলো- ক্রিকেট ব্যাট, ঘোড়া, চরকা, টেবিল ঘড়ি, টেলিস্কোপ, ডিশ এন্টেনা, দিয়াশলাই, বাস, ফ্লাক্স, ময়ুর, হাতি ও হরিন।

সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য বরাদ্দকৃত প্রতীক হলো-আনারস, গ্লাস, চশমা, জিপ গাড়ী, ডলফিন, বই, বেহালা, মোবাইল ফোন, ষ্টিল আলমিরা ও হেলিকপ্টার।

সাধারন কাউন্সিলর পদের প্রতীক হলো-এয়ার কন্ডিশনার, কাটা চামচ, করাত, ঘুড়ি, ঝুড়ি, টিফিন ক্যারিয়ার, ঠেলাগাড়ি, ব্যাডমিন্টন র‌্যাকেট, মিষ্টি কুমড়া, রেডিও এবং লাটিম।

এদিকে, নির্বাচনে ৩০ ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সকলকে ঠেলাগাড়ী প্রতীক নির্ধারন করে দেয়া হয়েছে। মহানগর আ’লীগ থেকে সকল প্রার্থীকে ঠেলাগাড়ী প্রতীক নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT