7:35 pm , July 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সহায়ক কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পুলিশ প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি ও দিক নির্দেশনামুলক সভা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান এর সভাপতিত্বে সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রসাশক মো. হাবিবুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার গোলাম রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. ইকবাল আখতার, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মো. আহসান মাহমুদ রাসেল, জয়দেব চক্রবর্তী, এস এম রবীন শীষ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল ও রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন খান, জেলা নির্বাচন অফিসার ভোলা মো, আল উদ্দিন আল মামুন, জেলা নির্বাচন অফিসার রাজবাড়ী মো. হাবিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার ঝালকাঠী মো. সোহল সামাদ, জেলা নির্বাচন অফিসার বরগুনা মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার বরগুনা সদর মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার বাকেরগঞ্জ মো. আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন অফিসার লালমোহন মো. আমির খসরু গাজী, উপজেলা নির্বাচন অফিসার মঠবারীয়া সৌমেন বিশ্বাস ছন্দ, উপজেলা নির্বাচন অফিসার পিরোজপুর সদর মো. এমদাদুল হক প্রমুখ। সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্নের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল প্রার্থীদের মনোনয়ন প্রত্র জাচাই বাছাই শেষ হয়েছে। ১০ তারিখ তাদের প্রতীক দেয়া হবে এবং ১২ তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করা হবে। এসময় নির্বাহী মেজিস্ট্রেটদের পালনীয় নানা দায়ীত্ব কর্তব্য গুলো তাদের পালনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।