7:33 pm , July 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের নির্বাচন নিয়ে কোনো বিদেশী রাষ্ট্রদূত মন্তব্য করতে পারে না। এই অধিকার তাদের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহম্মেদ। গতকাল মঙ্গলবার সিটি নির্বাচন উপলক্ষ্যে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও সহায়ক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে বিশেষ করে যারা প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন তারা যেন দক্ষ ও নিরপেক্ষ হয় সেদিকে খেয়াল রাখা হবে। যারা এর আগে নির্বাচনে অংশগ্রহন করেছেন এবং এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের নিয়োগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সচিব বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়েছে। আমাদের চিন্তাভাবনা রয়েছে বরিশালে ১০ টি কেন্দ্রে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহন করার। পাশাপাশি ভোট কেন্দ্রে আলোচনা সাপেক্ষে সিসি ক্যামেরা স্থাপনের চিন্তা ভাবনাও রয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সচিব আরো জানান, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী দেয়ার কোন চিন্তা ভাবনা নেই।
সচিব আরো জানান, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিভাগীয় কমিশনারকে আহবায়ক করে সমন্বয় কমিটি, নির্বাচনী ব্যয় মনিটরিং কমিটি ও ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। শহরের মধ্য থেকে প্রার্থীদের সকল ব্যানার-ফেষ্টুন অপসারণ করা হয়েছে। আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সকল দল, সকল প্রার্থীর অংশগ্রহনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে। পরে বিকেলে বরিশাল সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।