ভোট ডাকাতির মাধ্যমে জনগনের অধিকার ছিনিয়ে নিয়েছে-সরোয়ার ভোট ডাকাতির মাধ্যমে জনগনের অধিকার ছিনিয়ে নিয়েছে-সরোয়ার - ajkerparibartan.com
ভোট ডাকাতির মাধ্যমে জনগনের অধিকার ছিনিয়ে নিয়েছে-সরোয়ার

7:34 pm , July 2, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ভোট ডাকাতির মাধ্যমে জনগনের অধিকার ছিনিয়ে নিয়েছে সরকার। সিটি নির্বাচনের ভোট যুদ্ধের দেশ মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মেয়র প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর পশ্চিম কাউনিয়া মেয়র প্রাথী এ্যাড মজিবর রহমান সরোয়ারকে উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাতে আসা নেতা-কর্মীদের ওই আহবান জানান। এই সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা দেশের মানুষ আজ হীরক রাজার দেশে বাস করছে। সরকার আজ দেশের ব্যাংক লুটপাটকারী, মাদক ব্যাবসায়ীসহ অযোগ্যহীনদের বিভিন্ন স্থানে বসিয়ে রাখার কারনেই দেশ থেকে গনতন্ত্র হারিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, আগৈলঝাড়া বিএনপি আহবায়ক সাহাবুদ্দিন লাল্টু, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন। উত্তর জেলা যুবদলের নব গঠিত কমিটির সভাপতি মোল্লা মাহফুজ, সাধারন সম্পাদক সালাউদ্দিন পিপলু, সিনিয়র সহ-সভাপতি মনির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম হাওলাদার, হিজলা যুবদল আহবায়ক বেলাল জমাদ্দার, যুগ্ম আহবায়ক রিমন দেওয়ান, মুলাদী যুবদল যুগ্ম আহবায়ক আল মামুন সিকদার, মিন্টু রাড়ি, ছাত্রদলের পারভেজ খন্দকারসহ হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, আগৈলঝাড়া ও গৌরনদীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT