6:43 pm , July 1, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অমৃতলাল দে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন হয়েছে। গতকাল রোববার কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো ঃ হাবিবুর রহমান নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল। সভায় বক্তব্যে রাখেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্য বিজয় কৃষ্ণ দে, প্রতিষ্ঠাতা সদস্য রাখাল চন্দ্র দে, প্রতিষ্ঠাতা সদস্য ভানু লাল দে, ম্যানেজিং কমিটির সদস্য লষ্কর নুরুল হক, এ্যাড.শামসূল আরেফিন, আনোয়ার হোসেন। এ সময় কলেজের শিক্ষার্থী ,শিক্ষক ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে। দক্ষিনাঞ্চলে মান সম্পন্ন শিক্ষা পাঠদানে কলেজটি অদ্বিতীয় । আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন বক্তারা। এছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহায়তা করার আশ্বাসও দেয়া হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে কলেজ অঙ্গনে জেলা প্রশাসক হাবিবুর রহমান শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত অমৃত লাল দের সমাধীতে পুষ্পার্ঘ অর্পন করেন।