6:13 pm , June 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বাজার রোডের মুরগীর দোকানে অগ্নিকান্ডে ৫ হাজার মুরগীর মারা গেছে। গতকাল শুক্রবার ভোর রাতে ওই বাজারের শিকারপুর পোল্ট্রি’র দোকানে অগ্নিকান্ড হয়। বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শেখ মো. ইউসুফ আলী।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে তিনটি ট্রাকভর্তি দোকানে মুরগি আনা হয়। ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকান্ডের বিষয়টি টের পেয়ে তাকে অবহিত করে স্থানীয়রা। তিনি পৌছানোর আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নেয়। অগ্নিকান্ডে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।