6:57 pm , June 27, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ অবশেষে বদলি হলেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাহ মু. আওলাদ হোসেন। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে দেয়া এক আদেশে তাকে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে বলে জানাগেছে। তবে নতুন করে কোতয়ালী থানায় কোন ওসি’র দায়িত্ব দেয়া হয়নি। অবশ্য ওসি শাহ মো. আওলাদ এর বদলীর লিখিত আদেশ থানায় পৌছেনি জানিয়েছে থানার দায়িত্বশিল সূত্র।
জানাগেছে, দীর্ঘ দিন ধরেই বরিশাল কোতয়ালী মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালণ করে আসছে শাহ মো. আওলাদ হোসেন। দায়িত্বপালনকালিন সময় বিভিন্ন কারনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হন তিনি। অবশেষে ওসি শাহ মো. আওলাদ হোসেনকে বদলী হতে হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
তথ্যের সত্যতা জানতে কোতয়ালী মডেল থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার শাহানাজ পারভীনকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে থানার সেকেন্ড অফিসার এসআই সত্য রঞ্জন খাসকেল বলেন, বদলীর বিষয়টি মুখে মুখে শুনেছি। তবে এখন পর্যন্ত দাপ্তরিক কোন চিঠি থানায় আসেনি। একই কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক। তিনি জানান, শুনেছি ওসি আওলাদ হোসেনকে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত লিখিত আদেশ পাইনি। কাল (আজ বহস্পতিবার) বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।