6:54 pm , June 27, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ দলীয় মনোনয়নের পরে এবার ১৪ দলের সমর্থন পেলেন আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মনোনয়ন দাখিল থেকে শুরু করে ভোট গ্রহন পর্যন্ত সকল বিষয়ে সাদিক আবদুল্লাহকে সহযোগিতা করবে আওয়ামী লীগের নেতৃত্বাধিন ১৪ দলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর আদালত চত্ত্বরে আইনজীবী সমিতি কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অনুষ্ঠিত ১৪ দলের সভায় সাদিক আবদুল্লাহকে মেয়র পদে সমর্থন জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন জানান, আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের নেতৃত্বাধিন ১৪ দলের জেলা ও মহানগরের যৌথা সভা অনুষ্ঠিত হয়। ১৪ দলের আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলীয় প্রার্থীর বিষয়ে আলোচনা করা হয়। সভায় আওয়ামী লীগের অন্যান্য সরিক দলের উপস্থিত নেতৃবৃন্দ ১৪ দলের একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে একক সমর্থন প্রদান করেন।
এ্যাড. একেএম জাহাঙ্গীর জানান, সন্ধ্যায় অনুষ্ঠিত ১৪ দলের ওই সভায় নির্বাচন কেন্দ্রীক আরো বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার আ’লীগের মনোনয়ন বিজয়ী সাদিক আবদুল্লাহ’র নির্বাচনী মনোনয়নপত্র জমা দেয়ার সময় ১৪ দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাছাড়া মনোনয়ন যাচাই বাচাই পরবর্তী নির্বাচনের বিষয়ে ১৪ দল পুনরায় সভা করবে। ওই সভার মাধ্যমে প্রচার প্রচারনা এবং পরবর্তী করোনীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের ওই নেতা।
অনুষ্ঠিত ১৪ দলের যৌথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত এবং বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাড.একেএম জাহাঙ্গীর হোসেন, সরিক দলের নেতা অধ্যাপক নজরুল হক নিলু, এ্যাড. আবদুল হাই মাহবুব, শহীদুল ইসলাম মিরন, দাশ গুপ্ত আশীষ কুমার, অধ্যক্ষ আবু রশিদ, মশিউর রহমান মিন্টু, শান্তি দাস প্রমুখ।
উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন দাবী করে পাঁচজন নেতা। তাদের মধ্যে ধেকে সেরনিয়াবাত আদিক আবদুল্লাহকেই বেঁছে নেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার টিকেট তুলে দেন ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র হাতে। এর পূর্বে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে সমর্থন জানিয়েছিলো বরিশালের সাংস্কৃতক সংগঠন সমন্বয় পরিষদ। তার আগে জেলা ও মহানগর আওয়ামী লীগ থেকে মেয়র পদে একক প্রার্থী হিসেবে সাদিককে সমর্থন জানানো হয়। সর্বশেষ গতকাল বুধবার দলীয় মনোনয়ন পাওয়া সাদিক আবদুল্লাহকে মেয়র পদে সমর্থন জানান আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।